সোনারপুর, 9 নভেম্বর: তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও মারামারির ঘটনায় সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার সিপিএমের পঞ্চায়েতের সদস্যার স্বামী(Allegation of Vandalizing TMC Party office against CPM Members Husband)। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধর করার অভিযোগে মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ । বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকের কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷
অন্যদিকে, স্বামীকে গ্রেফতারের ঘটনায় সিপিএম নেত্রীর অভিযোগ, তাঁর বাড়িতে সন্ধ্যায় কিছু তৃণমূল কর্মী গিয়ে হামলা চালায় । মারধর করে সবাইকে ৷ তারপর তাঁর স্বামীকে রাস্তায় পেয়ে গ্রেফতার করে নিয়ে যায় ৷
দলীয় কর্মীকে গ্রেফতারের খবর পেয়ে সোনারপুর(Sonarpur)থানায় পৌঁছে বিক্ষোভ দেখান সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন,"ওই মহিলা আমাদের পঞ্চায়েত সদস্য । তাঁর বাড়িতে ঢুকে বিনা কারণে, বিনা প্ররোচনায় মারধর করেছে তৃণমূল কর্মীরা । রড ও চপার নিয়ে আক্রমণ করেছে ৷ মেয়েদের শ্লীলতাহানি করেছে । এমনকি একজনের স্ট্রোকও হয়ে গিয়েছে । এইসব করার পর যখন পাড়ার ছেলেরা থানায় গিয়েছে । তখন আমাদের পঞ্চায়েত সদস্যার স্বামীকে থানায় ডেকে গ্রেফতার করেছে ৷ অথচ উনি এলাকায় ছিলেন না । কাজ করে বাড়ি ফিরছিলেন । যারা এই অপরাধ করেছে তাদের গ্রেফতার করতে হবে । যদি দু'দিনের মধ্যে গ্রেফতার না করে তাহলে গণআন্দোলনে নামব ৷"
তবে সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন," সিপিএম সদস্যার স্বামী আমাদের দলীয় কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছেন ৷ যার জন্য তাকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রশাসনের উপর ভরসা আছে ৷ দোষীরা শাস্তি পাবে ৷"
আরও পড়ুন : বানতলায় সিপিআইএমের মিছিলে হামলার অভিযোগ, আহত 7