ETV Bharat / state

বেআইনি পার্কিং বাসন্তী হাইওয়েতে, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ - বেআইনি পার্কিং

বাসন্তী হাইওয়ের ঘটকপুকুরে পুলিশের সামনেই রাস্তার ওপরে চলছে বেআইনি পার্কিং । হুঁশ নেই প্রশাসনের । সমস্যায় নিত্যযাত্রীরা ।

Basanti highway
বেআইনি পার্কিং
author img

By

Published : Mar 18, 2020, 2:59 AM IST

Updated : Mar 18, 2020, 6:03 AM IST

বাসন্তী, 18 মার্চ : বাসন্তী রাজ্য সড়কের ওপরেই বাইকের গ্যারেজ । অভিযোগ, ঘটকপুকুর চৌমাথায় রাস্তা দখল করে চলছে এভাবেই বাইকের গ্যারাজ চালচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী । চায়ের দোকানের সঙ্গেই চলছে এই ব্যবসা । এই বাইকের গ্যারেজের কারণে রাস্তা আটকে থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ । পাশেই ঘটকপুকুর ট্রাফিক গার্ড থাকলেও চোখে ঠুলি পুলিশের ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটকপুকুরের মূল রাস্তার ওপরই পুলিশ চৌকি । আর পুলিশের সামনেই অবৈধভাবে গ্যারেজ চালিয়ে আসছেন ওই চা-ব্যবসায়ী । দিনের ব্যস্ততম সময়ে যানজটের সমস্যায় ভোগেন ঘটকপুকুরের বাসিন্দারা । পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা ।

ঘটকপুকুর বাজারে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে । বাসন্তী, মালঞ্চ থেকে বেশিরভাগ গাড়িই কলকাতা যাওয়ার জন্য এই ঘটকপুকুরের রাস্তাই ব্যবহার করে । অন্যদিক থেকে সোনারপুর-বারুইপুর যাওয়ার রাস্তাও এটি । যার ফলে রাস্তা আটকে এই বাইকের গ্যারেজের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ।

কী বলছেন পুলিশকর্মী ?

এ'বিষয়ে জানতে চাইলে, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান পুলিশকর্তারা ।

বাসন্তী, 18 মার্চ : বাসন্তী রাজ্য সড়কের ওপরেই বাইকের গ্যারেজ । অভিযোগ, ঘটকপুকুর চৌমাথায় রাস্তা দখল করে চলছে এভাবেই বাইকের গ্যারাজ চালচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী । চায়ের দোকানের সঙ্গেই চলছে এই ব্যবসা । এই বাইকের গ্যারেজের কারণে রাস্তা আটকে থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ । পাশেই ঘটকপুকুর ট্রাফিক গার্ড থাকলেও চোখে ঠুলি পুলিশের ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটকপুকুরের মূল রাস্তার ওপরই পুলিশ চৌকি । আর পুলিশের সামনেই অবৈধভাবে গ্যারেজ চালিয়ে আসছেন ওই চা-ব্যবসায়ী । দিনের ব্যস্ততম সময়ে যানজটের সমস্যায় ভোগেন ঘটকপুকুরের বাসিন্দারা । পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা ।

ঘটকপুকুর বাজারে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে । বাসন্তী, মালঞ্চ থেকে বেশিরভাগ গাড়িই কলকাতা যাওয়ার জন্য এই ঘটকপুকুরের রাস্তাই ব্যবহার করে । অন্যদিক থেকে সোনারপুর-বারুইপুর যাওয়ার রাস্তাও এটি । যার ফলে রাস্তা আটকে এই বাইকের গ্যারেজের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ।

কী বলছেন পুলিশকর্মী ?

এ'বিষয়ে জানতে চাইলে, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান পুলিশকর্তারা ।

Last Updated : Mar 18, 2020, 6:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.