ETV Bharat / state

Pathashree Money Laundering : পথশ্রী প্রকল্পের লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ, সোনারপুরে পাকা রাস্তা পায়নি বাসিন্দারা - বেহাল রাস্তা

মুখ্যমন্ত্রী রাজ্যে রাস্তাঘাট, বিশেষত গ্রামেগঞ্জের রাস্তাঘাট সংস্কারের জন্য পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছিলেন 2020-তে ৷ দু'বছর কেটে গিয়েছে ৷ রাস্তা পায়নি গ্রামবাসীরা ৷ টাকা এলেও সেই টাকা পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি নিজেদের পকেটে পুরেছেন বলে অভিযোগ (Pathashree Money Laundering) ৷

Sonarpur Block Road
প্রতাপনগর গ্রামপঞ্চায়েতে কাঁচা রাস্তা
author img

By

Published : Jun 16, 2022, 6:11 PM IST

সোনারপুর, 16 জুন : রাজ্যে বিভিন্ন জেলায় রাস্তাঘাটের উন্নতিতে পথশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 8 অক্টোবর 2020 সালে উদ্বোধন হলেও 22-এও হাল ফেরেনি সোনারপুরে ৷ খাতায়-কলমে কাজ দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রতাপনগর গ্রামপঞ্চায়েত প্রধান এবং অঞ্চল-সভাপতি ও ব্লকের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালির বিরুদ্ধে । যদিও প্রকল্পের টাকা তছরূপ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন জেলাশাসক (Allegation of embezzling money of Pathashree project in Sonarpur South 24 Parganas) ।

সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেন রোড পর্যন্ত 2 হাজার 430 স্কোয়ার মিটার রাস্তা মেরামতির বরাত দেওয়া হয় । ধার্য হয় 30 লক্ষ টাকা । কাজ শুরুর আগে 2020 সালের অক্টোবরে তৎকালীন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায় এর শিলান্যাস করেন । এরপরে বাস্তবে তার কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

আরও পড়ুন : বেহাল রাস্তা, কালভার্টে মরণফাঁদ ! মালদায় পঞ্চায়েত ভোট বয়কটের পথে গ্রামবাসীরা

পুরো রাস্তাটি ঝামা ইটে তৈরির কথা ছিল ৷ রাস্তার পাশে কিছু ইট পড়ে রয়েছে ৷ তবে রাস্তা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর । এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপসী মণ্ডল বলেন, "আমি ইংরেজি জানি না ৷ নির্মাণ সহায়ক যে কাগজে সই করতে বলেছেন ৷ আমি তাতে সই করে দিয়েছি ।" এই অঞ্চলের সভাপতি ও ব্লকের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালি জানান, পঞ্চায়েতের সরকারি কাজে তিনি নাক গলান না । তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে ।

পথশ্রী প্রকল্পের লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন বামনেতা এবং সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "কাগজে কলমে যা আছে, বাস্তবে তা নেই । রাজ্যজুড়ে এইভাবে লোপাটের রাজনীতি চলছে ৷" বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে একাধিক রাস্তা, পুকুরে এই উদাহরণ আছে । দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে । আমরা তথ্য সহ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছি । আমরা চাই আগে হিসাব দিক তারপর টাকা দেওয়া হবে ।"

সোনারপুর, 16 জুন : রাজ্যে বিভিন্ন জেলায় রাস্তাঘাটের উন্নতিতে পথশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 8 অক্টোবর 2020 সালে উদ্বোধন হলেও 22-এও হাল ফেরেনি সোনারপুরে ৷ খাতায়-কলমে কাজ দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রতাপনগর গ্রামপঞ্চায়েত প্রধান এবং অঞ্চল-সভাপতি ও ব্লকের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালির বিরুদ্ধে । যদিও প্রকল্পের টাকা তছরূপ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন জেলাশাসক (Allegation of embezzling money of Pathashree project in Sonarpur South 24 Parganas) ।

সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেন রোড পর্যন্ত 2 হাজার 430 স্কোয়ার মিটার রাস্তা মেরামতির বরাত দেওয়া হয় । ধার্য হয় 30 লক্ষ টাকা । কাজ শুরুর আগে 2020 সালের অক্টোবরে তৎকালীন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায় এর শিলান্যাস করেন । এরপরে বাস্তবে তার কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

আরও পড়ুন : বেহাল রাস্তা, কালভার্টে মরণফাঁদ ! মালদায় পঞ্চায়েত ভোট বয়কটের পথে গ্রামবাসীরা

পুরো রাস্তাটি ঝামা ইটে তৈরির কথা ছিল ৷ রাস্তার পাশে কিছু ইট পড়ে রয়েছে ৷ তবে রাস্তা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর । এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপসী মণ্ডল বলেন, "আমি ইংরেজি জানি না ৷ নির্মাণ সহায়ক যে কাগজে সই করতে বলেছেন ৷ আমি তাতে সই করে দিয়েছি ।" এই অঞ্চলের সভাপতি ও ব্লকের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালি জানান, পঞ্চায়েতের সরকারি কাজে তিনি নাক গলান না । তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে ।

পথশ্রী প্রকল্পের লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন বামনেতা এবং সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "কাগজে কলমে যা আছে, বাস্তবে তা নেই । রাজ্যজুড়ে এইভাবে লোপাটের রাজনীতি চলছে ৷" বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে একাধিক রাস্তা, পুকুরে এই উদাহরণ আছে । দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে । আমরা তথ্য সহ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছি । আমরা চাই আগে হিসাব দিক তারপর টাকা দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.