নামখানা, 7 মে : ইয়াসের ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি উপকূলবর্তী এলাকার মানুষজন ৷ তারমধ্যে আবার ও ঘুর্ণিঝড় ‘অশনি’-র সতর্কতা জারি ৷ সুন্দরবনবাসীর জন্য কী অশনি সংকেত বয়ে আনবে ‘অশনি’ সেটার অপেক্ষা ৷ এলাকাবসীকে সুরক্ষিত রাখতে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় মাইকিং শুরু হয়েছে প্রশাসনের পক্ষথেকে ৷ চলছে বাঁধ মেরামতির কাজও ৷
সূত্রের খবর, ‘অশনি’ আছড়ে পড়ার আগেই নদী বাঁধগুলির মেরামতির কাজ শুরু করেছে জেলা প্রশাসন । সুন্দরবন এলাকার বেশ কয়েকটি জায়গায় বাঁধের পরিস্থিতি খুব একটা ভাল নয় ৷ সেই সকল বাঁধের মেরামতির কাজ চলছে ৷ পাথরপ্রতিমা এলাকার অচিন্ত্যনগরের ইটের ব্লক ভেঙে গিয়েছে নদীর স্রোতে । সাগরের মহিষামারী এলাকায় প্রায় 200 মিটার মাটির নদী বাঁধের অবস্থাও খুব একাটা ভাল নয়। বিপদ এড়াতে এই সমস্ত জীর্ণবাঁধ মেরামতির কাজ চলছে ৷ স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার্থে এলাকার ভাঙ্গা নদী বাঁধগুলির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন ।
আরও পড়ুন:West Bengal Weather Update : ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব কতটা ? জানতে করতে হবে অপেক্ষা
নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকং চলছে ৷ ঘূর্ণিঝড় আসার আগে এলাকাবাসীকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঝড়ের প্রস্তুতি হিসেবে বৈঠক করেছেন । সুন্দরবনের 130টি পয়েন্টে এখনো ভগ্নদশা রয়েছে। খুব শীঘ্রই এই সমস্ত জায়গায় টেন্ডারের কাজ সম্পন্ন হবে । যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতির কাজ ৷ ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনও সমস্তরকমভাবে প্রস্তুত ‘অশনি’ মেকাবিলায় ৷’’