গঙ্গাসাগর, 13 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় এবছরই প্রথম প্রশাসনের তরফে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল । সেই এয়ার অ্যাম্বুলেন্সের করেই গতকাল অসুস্থ দুই তীর্থযাত্রীকে নিয়ে আসা হল হাসপাতালে । তাঁদের নাম অনিমা দাস (57) ও বিকাশ বেজ (53) । অনিমা অসমের বাসিন্দা এবং বিকাশ হাওড়ার বাসিন্দা ।
গঙ্গাসাগর মেলায় এসে গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অনিমা ও বিকাশ । প্রাথমিক চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় । অনিমা দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে বিকাশ বেজকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । প্রশাসনের দাবি, মেলায় ভিড়ের কারণেই ওই দুজন অসুস্থ হয়ে পড়েন ।
বিগত বছরগুলিতে বহু তীর্থযাত্রী অসুস্থ হয়েছেন । অনেকের সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুও হয়েছে । তাই এবছর এই ধরনের ঘটনা এড়াতেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন । প্রশাসনের এই পরিষেবায় খুশি গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীরা ।
8 জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা । চলবে 17 জানুয়ারি পর্যন্ত । মেলায় দূরদুরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন । মেলায় প্রায় কয়েকশো অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । প্রায় প্রতিটি কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন । এছাড়া রয়েছে সুবিধামতো পরিবহন ব্যবস্থা ।