ETV Bharat / state

এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে এলেন 2 পুণ্যার্থী - air ambulance service in gangasagar fair

গঙ্গাসাগর মেলায় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নয়া পরিষেবা এয়ার অ্যাম্বুলেন্স । মেলায় 2 টি এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে । তাতে করেই গতকাল দুই পুণ্যার্থীকে জরুরীকালীন অবস্থায় মেলা প্রাঙ্গণ থেকে কলকাতার হাসপাতালে পাঠানো হল ।

air ambulance service
এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা
author img

By

Published : Jan 13, 2020, 5:10 AM IST

গঙ্গাসাগর, 13 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় এবছরই প্রথম প্রশাসনের তরফে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল । সেই এয়ার অ্যাম্বুলেন্সের করেই গতকাল অসুস্থ দুই তীর্থযাত্রীকে নিয়ে আসা হল হাসপাতালে । তাঁদের নাম অনিমা দাস (57) ও বিকাশ বেজ (53) । অনিমা অসমের বাসিন্দা এবং বিকাশ হাওড়ার বাসিন্দা ।

গঙ্গাসাগর মেলায় এসে গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অনিমা ও বিকাশ । প্রাথমিক চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় । অনিমা দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে বিকাশ বেজকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । প্রশাসনের দাবি, মেলায় ভিড়ের কারণেই ওই দুজন অসুস্থ হয়ে পড়েন ।

air ambulance service in gangasagar fair
জরুরীকালীন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ পুণ্যার্থী

বিগত বছরগুলিতে বহু তীর্থযাত্রী অসুস্থ হয়েছেন । অনেকের সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুও হয়েছে । তাই এবছর এই ধরনের ঘটনা এড়াতেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন । প্রশাসনের এই পরিষেবায় খুশি গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীরা ।

air ambulance on helipad
হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুলেন্স

8 জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা । চলবে 17 জানুয়ারি পর্যন্ত । মেলায় দূরদুরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন । মেলায় প্রায় কয়েকশো অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । প্রায় প্রতিটি কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন । এছাড়া রয়েছে সুবিধামতো পরিবহন ব্যবস্থা ।

গঙ্গাসাগর, 13 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় এবছরই প্রথম প্রশাসনের তরফে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল । সেই এয়ার অ্যাম্বুলেন্সের করেই গতকাল অসুস্থ দুই তীর্থযাত্রীকে নিয়ে আসা হল হাসপাতালে । তাঁদের নাম অনিমা দাস (57) ও বিকাশ বেজ (53) । অনিমা অসমের বাসিন্দা এবং বিকাশ হাওড়ার বাসিন্দা ।

গঙ্গাসাগর মেলায় এসে গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অনিমা ও বিকাশ । প্রাথমিক চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় । অনিমা দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে বিকাশ বেজকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । প্রশাসনের দাবি, মেলায় ভিড়ের কারণেই ওই দুজন অসুস্থ হয়ে পড়েন ।

air ambulance service in gangasagar fair
জরুরীকালীন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ পুণ্যার্থী

বিগত বছরগুলিতে বহু তীর্থযাত্রী অসুস্থ হয়েছেন । অনেকের সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুও হয়েছে । তাই এবছর এই ধরনের ঘটনা এড়াতেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন । প্রশাসনের এই পরিষেবায় খুশি গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীরা ।

air ambulance on helipad
হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুলেন্স

8 জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা । চলবে 17 জানুয়ারি পর্যন্ত । মেলায় দূরদুরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন । মেলায় প্রায় কয়েকশো অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । প্রায় প্রতিটি কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন । এছাড়া রয়েছে সুবিধামতো পরিবহন ব্যবস্থা ।

Intro:এই প্রথম গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করল প্রশাসন। গঙ্গাসাগর মেলায় এসে কোন পূর্ণার্থী যদি অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য এতদিন সাগর হাসপাতালে পাশাপাশি কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসালয় ভরসা ছিল। কিন্তু এই প্রথম গঙ্গাসাগর মেলায় এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করল প্রশাসন। এবার থেকে জরুরী কালীন অবস্থায় কোন পূর্ণার্থী অসুস্থ হয়ে পড়লে সরাসরি সাগর মেলা প্রাঙ্গণ থেকে হেলিকপ্টারে করে কলকাতার নামিদামি হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। বিগত বছর গুলিতে গঙ্গাসাগর মেলায় এসে বহু পূর্ণার্থী অসুস্থ হয়ে মারা গিয়েছে। সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে কার্যত মৃত্যু হয়েছে তাদের। বিগত বছর গুলোর কথা মাথায় রেখে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী কালীন তৎপরতায় অসুস্থ পূণ্যার্থীদের কলকাতায় চিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করেছে।Body: আজ গঙ্গাসাগর মেলায় এসে আসামের অনিমা দাস নামে বছর 57 এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়ার বাসিন্দা বিকাশ বেজ নামে বছর 54 এক ব্যক্তি ও অসুস্থ হয়ে পড়েছিলেন। মেলার ভিড়ের চাপে হার্ট ফেলিওর হয়েছিল বলে দাবি প্রশাসনের। তাকেও অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের এই পরিষেবায় খুশি গঙ্গাসাগরে আগত লাখো লাখো পুণ্যার্থী। বিগত বছর গুলিতে সঠিক চিকিৎসা না পেয়ে পূণ্যার্থীদের মৃত্যু হলেও এবার থেকে কোন পূণ্যার্থীর মৃত্যু হবেনা বলে দাবি প্রশাসনের।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.