ETV Bharat / state

Children Missing: 36 ঘণ্টা অতিক্রান্ত, দুই শিশুর দেহ উদ্ধারে হুগলি নদীতে চলছে তল্লাশি

ডায়মন্ড হারবার ভেসেল দুর্ঘটনার পর 36 ঘণ্টা অতিক্রান্ত হয়েছে (After 36 Hours Search on in Hooghly River) ৷ এখনও দেহের হদিশ মেলেনি দুই শিশুর ৷ তাদের দেহের সন্ধানে হুগলি নদীতে জোরকদমে চলছে তল্লাশি ৷

After 36 hours search on in Hooghly river to recover bodies of missing children
After 36 hours search on in Hooghly river to recover bodies of missing children
author img

By

Published : Oct 18, 2022, 12:24 PM IST

ডায়মন্ড হারবার, 18 অক্টোবর: পেরিয়ে গিয়েছে প্রায় 36 ঘণ্টা (36 hours passed) । এখনও হদিশ মেলেনি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই শিশু কন্যার দেহের । তাদের খোঁজে স্পিডবোট, ডুবুরি ও ড্রোন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে নদীতে (Search on in Hooghly River) ।

রবিবার তপসিয়ার একটি পরিবার ডায়মন্ড হারবারে ছুটি কাটাতে আসেন । সন্ধেয় কুঁকড়াহাটি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পরিবারের 6 সদস্য ফিরে আসছিলেন ভেসেলে করে ৷ ডায়মন্ড হারবার ফেরি ঘাটের কাছে ভেসেল থামার পর তড়িঘড়ি করে নামার সময় দুই শিশু হুগলি নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায় । নিখোঁজ শিশুদের নাম আতিফা পারভিন (6) , সীতারা নাজ (8) ৷

জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল । কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন । ফলে ফাঁক দিয়ে গলে তারা পড়ে যায় নদীতে । রাতেই শুরু হয় হয় তল্লাশি । ফেরিঘাটে যান খোদ এসডিও । সোমবার সারাদিন যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চালানো হয় (Children Missing) ।

দুই শিশুর উদ্ধারের জন্য সোমবার বিকেলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11 সদস্যের একটি দল । বিকেল থেকেই তল্লাশি অভিযানে নেমে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । কিন্তু খোঁজ মেলেনি হুগলি নদীতে তলিয়ে যাওয়া ওই দুই শিশুর । পরিবারের লোকজনেরা দুশ্চিন্তায় হুগলির নদীর তীরে ভিড় জমিয়েছেন । মঙ্গলবার সকাল থেকেই আবারো তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ । কাকদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে ডুবুরির দল । আকাশে ওড়ানো হয়েছে ড্রোন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি (Bodies of Missing Children) ।

দুই শিশুর দেহ উদ্ধারে হুগলি নদীতে চলছে তল্লাশি

আরও পড়ুন: ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পৌরসভা জেটিঘাট পরিচালনার দায়িত্বে রয়েছে । ফলে এই দুর্ঘটনায় পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । স্থানীয় বাসিন্দারা পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে । ফেরিঘাটে কোনও সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা কেন করা হয়নি, সে প্রশ্নও উঠেছে । ভেসেল থেকে জেটিতে ওঠা নামার সময় যাত্রী নিরাপত্তায় পৌরসভার পক্ষ থেকে কোনও নজরদারির ব্যবস্থা নেই বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের ।

ডায়মন্ড হারবার, 18 অক্টোবর: পেরিয়ে গিয়েছে প্রায় 36 ঘণ্টা (36 hours passed) । এখনও হদিশ মেলেনি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই শিশু কন্যার দেহের । তাদের খোঁজে স্পিডবোট, ডুবুরি ও ড্রোন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে নদীতে (Search on in Hooghly River) ।

রবিবার তপসিয়ার একটি পরিবার ডায়মন্ড হারবারে ছুটি কাটাতে আসেন । সন্ধেয় কুঁকড়াহাটি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পরিবারের 6 সদস্য ফিরে আসছিলেন ভেসেলে করে ৷ ডায়মন্ড হারবার ফেরি ঘাটের কাছে ভেসেল থামার পর তড়িঘড়ি করে নামার সময় দুই শিশু হুগলি নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায় । নিখোঁজ শিশুদের নাম আতিফা পারভিন (6) , সীতারা নাজ (8) ৷

জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল । কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন । ফলে ফাঁক দিয়ে গলে তারা পড়ে যায় নদীতে । রাতেই শুরু হয় হয় তল্লাশি । ফেরিঘাটে যান খোদ এসডিও । সোমবার সারাদিন যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চালানো হয় (Children Missing) ।

দুই শিশুর উদ্ধারের জন্য সোমবার বিকেলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11 সদস্যের একটি দল । বিকেল থেকেই তল্লাশি অভিযানে নেমে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । কিন্তু খোঁজ মেলেনি হুগলি নদীতে তলিয়ে যাওয়া ওই দুই শিশুর । পরিবারের লোকজনেরা দুশ্চিন্তায় হুগলির নদীর তীরে ভিড় জমিয়েছেন । মঙ্গলবার সকাল থেকেই আবারো তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ । কাকদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে ডুবুরির দল । আকাশে ওড়ানো হয়েছে ড্রোন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি (Bodies of Missing Children) ।

দুই শিশুর দেহ উদ্ধারে হুগলি নদীতে চলছে তল্লাশি

আরও পড়ুন: ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পৌরসভা জেটিঘাট পরিচালনার দায়িত্বে রয়েছে । ফলে এই দুর্ঘটনায় পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । স্থানীয় বাসিন্দারা পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে । ফেরিঘাটে কোনও সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা কেন করা হয়নি, সে প্রশ্নও উঠেছে । ভেসেল থেকে জেটিতে ওঠা নামার সময় যাত্রী নিরাপত্তায় পৌরসভার পক্ষ থেকে কোনও নজরদারির ব্যবস্থা নেই বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.