ডায়মন্ড হারবার, 8 সেপ্টেম্বর: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ (corruption allegation against Panchayat Pradhan) তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন এলাকার বাসিন্দারা । ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে তদন্ত গেলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা ।
এই প্রসঙ্গে মামলাকারী বাকিবুল্লা মিস্ত্রী বলেন, "ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় কোটি টাকার দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান । 100 দিনের থেকে শুরু করে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পানীয় জলের নলকূপ তৈরি-সহ 8টি কাজের টাকা তছরূপ করেছেন প্রধান ।"
আর এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকায় গিয়ে ঘটনার তদন্ত করেন । ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) বলেন, "হাইকোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে এসেছি ৷ সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখার পর তদন্তের রিপোর্ট জেলা প্রশাসন ও হাইকোর্টে জমা করা হবে ।"
আরও পড়ুন: বিষ খেয়ে আত্মঘাতী পঞ্চায়েত উপপ্রধান, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
তবে মথুরাপুর-2 ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহানা খাতুন বলেন, "পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা চক্রান্ত করে ঘটানো হচ্ছে । প্রশাসনিক আধিকারিকেরা তদন্তে এসেছেন ৷ সবটাই তদন্ত করে দেখেছেন । অভিযোগকারীদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে অভিযোগ করা হচ্ছে তার সবটাই কাজ করা হয়েছে ।"