ETV Bharat / state

Depression in South 24 Pargana: নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলা, আশঙ্কার প্রহর গুনছে কাকদ্বীপবাসী - মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে (Administrative meeting in caution of depression at Kakdwip) । আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷

Depression in South 24 Pargana
নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফালায় দিন গুনছে কাকদ্বীপবাসী
author img

By

Published : Aug 8, 2022, 11:10 PM IST

কাকদ্বীপ, 8 অগস্ট: নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী 24 ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে । নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Administrative meeting in caution of depression at Kakdwip) ৷ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি।

তাই দুর্যোগ মোকাবিলায় সোমবার কাকদ্বীপ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ প্রতিমন্ত্রী সামীনা ইয়াসমিন ও কাকদ্বীপ মহকুমারের সেচ দফতরের আধিকারিকেরা। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক চলে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফলায় সুন্দরবনের নদী গুলিতে জলস্ফীতি দেখা দেওয়ার আশঙ্কা । ইতিমধ্যেই নিম্নচাপের জেরে বিস্তীর্ণ অঞ্চলে মাটির নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কিত সুন্দরবনবাসী।

নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফালায় দিন গুনছে কাকদ্বীপবাসী

আরও পড়ুন: শক্তি বাড়াল নিম্নচাপ, আজ থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী এলাকায় প্রতি ঘণ্টায় 50-60 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আনুমানিক প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷ সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রাশাসন ৷ এছাড়াও কাকদ্বীপ এলাকায় চলছে মাইকিং ৷

কাকদ্বীপ, 8 অগস্ট: নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী 24 ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে । নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Administrative meeting in caution of depression at Kakdwip) ৷ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি।

তাই দুর্যোগ মোকাবিলায় সোমবার কাকদ্বীপ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ প্রতিমন্ত্রী সামীনা ইয়াসমিন ও কাকদ্বীপ মহকুমারের সেচ দফতরের আধিকারিকেরা। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক চলে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফলায় সুন্দরবনের নদী গুলিতে জলস্ফীতি দেখা দেওয়ার আশঙ্কা । ইতিমধ্যেই নিম্নচাপের জেরে বিস্তীর্ণ অঞ্চলে মাটির নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কিত সুন্দরবনবাসী।

নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফালায় দিন গুনছে কাকদ্বীপবাসী

আরও পড়ুন: শক্তি বাড়াল নিম্নচাপ, আজ থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী এলাকায় প্রতি ঘণ্টায় 50-60 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আনুমানিক প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷ সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রাশাসন ৷ এছাড়াও কাকদ্বীপ এলাকায় চলছে মাইকিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.