ডায়মন্ড হারবার, 20 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ । তার মধ্যেই আরব সাগরের ঘূর্ণিঝড় তখতের দাপটে গোয়া, মহারাষ্ট্র, গুজরাত সহ একাধিক রাজ্য ক্ষতিগ্রস্ত । এদিকে রাজ্যে এক বছর আগের আমফানের স্মৃতি এখনও টাটকা ৷ এর মধ্যেই রাজ্যবাসীর রাতের ঘুম উড়িয়ে নয়া ঘূর্ণিঝড় যশ-এর সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দফতর ।
ইতিমধ্যে দুই 24 পরগনার উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা । দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকিং । জেলা মৎস্য দফতরের তরফে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, বকখালি সহ মৎস্যবন্দরগুলিতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 23 ও 26 মে-র মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে যশ ৷ গতকাল থেকে 26 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রের যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন তাঁদের নিরাপদে উপকূলে লাগোয়া বন্দরগুলিতে ফেরানোর কাজ শুরু করেছে মৎস্য দফতর ।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করবে ওমানে নামকরণ হওয়া ঘূর্ণিঝড় যশ ৷ আবহাওয়াবিদদের অনুমান, যশ আছড়ে পড়বে দীঘা-শঙ্করপুর উপকূলে । ঝড় তাণ্ডবলীলা চালাবে দুই 24 পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে ।
আজ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা সহ চার জেলার প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে ফোনে প্রয়োজনীয় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমফানের অভিজ্ঞতাকে মাথায় রেখেই কাজ করতে হবে । তিনি স্পষ্ট নির্দেশ দেন, যেখানে প্রয়োজন হবে সেখানে বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরিয়ে আনতে হবে । আশ্রয় শিবিরে যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার, পানীয় জল, ওষুধের জোগান থাকে তা নিশ্চিত করার কথাও বলেছেন মমতা ।
একইসঙ্গে তিনি করোনা পরিস্থিতি মাথায় রাখার কথাও বলেছেন । এই কাজে নামলে বাধ্যতামূলক ভাবে যে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে, তাও বুঝিয়ে দেন । মুখ্যমন্ত্রীর দাওয়াই, প্রয়োজনে আগে থেকেই মাস্ক-স্যানিটাইজার পাঠিয়ে দেওয়া হোক সাইক্লোন সেন্টারগুলিকে ।