ভাঙড়, 28 জুলাই : মাস্ক পরলে করোনা (Coronavirus) আটকায় না ৷ বিতর্কিত মন্তব্য অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়ের (Sumit Ganguly)। মাস্ক ছাড়া রক্তদান শিবিরে যোগদান করে সেই বিতর্ককে আরও উসকে দিয়েছেন তিনি ৷ মাস্ক ছাড়াই মঞ্চে বক্তৃতাও করেন অভিনেতা ৷ অতিমারির সময় জনপ্রিয় অভিনেতার এ হেন ব্যবহার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে জনমানসে ।
মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়াতে একটি রক্তদান শিবিরের আয়োজন করে একটি স্থানীয় পত্রিকা ও একটি সংগঠন । সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বাংলা ফিল্ম ও যাত্রা পালার অন্যতম মুখ অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন: নাইট কার্ফু না-মেনে রাস্তায়, মেদিনীপুরে আটক শতাধিক
অনুষ্ঠানে অনেক দর্শকই প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে ছবি তোলেন, কথা বলেন । কিন্তু তাঁর মুখে মাস্ক না-থাকায় বিতর্কের সৃষ্টি হয় । তাঁকে মাস্ক নিয়ে প্রশ্ন করা হলে সুমিত বলেন, "মাস্কে করোনা আটকায় না । বরং বেশিক্ষণ মাস্ক পরে থাকলে ফুসফুসের ক্ষতি হতে পারে । আমি আজ পর্যন্ত মাস্ক পরিনি ।"
লকডাউনে শিল্পীদের দুর্দশা নিয়ে তিনি বলেন, "লকডাউনে শিল্পীরা দরজায় দরজায় ঘুরছেন । সিনেমা হলগুলি খুলে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি ।"