ETV Bharat / state

ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছিল বিজেপি । যদিও শেষ পর্যন্ত জয়লাভ করে তৃণমূল । জয়ের পর বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ।

accused of vandalizing, looting and bombing against trinamool in falta
ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
author img

By

Published : May 4, 2021, 9:07 PM IST

ফলতা, 4 মে : নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃমমূলের বিরুদ্ধে । ফলতা বিধানসভা কেন্দ্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একই অভিযোগ উঠল।

দক্ষিণ 24 পরগনা জেলাজুড়ে কার্যত অপরাজিত তৃণমূল । তবে ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছিল বিজেপি । যদিও শেষ পর্যন্ত জয়লাভ করে তৃণমূল । জয়ের পর বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ।

ফলতা কেন্দ্রের ভাদুড়া, বলরামপুর, দিঘিশ্বর, কলাতলা হাটসহ বিভিন্ন প্রান্তে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন বিজেপি কর্মী ও সমর্থকরা । প্রাণের ভয়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন । বিজেপি সমর্থকদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি ব্যাপক হারে লুটপাট চালায় দুষ্কৃতীরা । ভোট পরবর্তী হিংসার জেরে আতঙ্কিত এলাকাবাসী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন : শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট, ভাইরাল ভিডিয়ো

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে হলেও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দিনের আলোয় তৃণমূলের কর্মী-সমর্থকরা বাইক নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে । বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চলছে । হচ্ছে বোমাবাজি । পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

ফলতা, 4 মে : নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃমমূলের বিরুদ্ধে । ফলতা বিধানসভা কেন্দ্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একই অভিযোগ উঠল।

দক্ষিণ 24 পরগনা জেলাজুড়ে কার্যত অপরাজিত তৃণমূল । তবে ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছিল বিজেপি । যদিও শেষ পর্যন্ত জয়লাভ করে তৃণমূল । জয়ের পর বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ।

ফলতা কেন্দ্রের ভাদুড়া, বলরামপুর, দিঘিশ্বর, কলাতলা হাটসহ বিভিন্ন প্রান্তে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন বিজেপি কর্মী ও সমর্থকরা । প্রাণের ভয়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন । বিজেপি সমর্থকদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি ব্যাপক হারে লুটপাট চালায় দুষ্কৃতীরা । ভোট পরবর্তী হিংসার জেরে আতঙ্কিত এলাকাবাসী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন : শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট, ভাইরাল ভিডিয়ো

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে হলেও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দিনের আলোয় তৃণমূলের কর্মী-সমর্থকরা বাইক নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে । বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চলছে । হচ্ছে বোমাবাজি । পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.