ডায়মন্ড হারবার, 18 জুন : করোনা কালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ড হারবার মডেল' সাড়া ফেলেছিল রাজ্যে । এবার সেই ধাঁচেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় শুরু হতে চলেছে নয়া পরিষেবা । এর সাহায্যে এখানকার বাসিন্দারা তাঁদের সাংসদের কাছে তুলে ধরতে পারবেন নিজেদের এলাকার সমস্যা, অভাব-অভিযোগের কথা ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek)। 7887778877 এই টোল ফ্রি নম্বরে ফোন করে নিজেদের অভিয়োগ জানাতে পারবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ ৷
শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভায় পৈলানে যুব সংঘের মাঠে এক জনসভা থেকে এই পরিষেবার উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক জানিয়েছেন, এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা । দিতে পারবেন পরামর্শও ৷ সমস্যার সমাধানও হবে দ্রুত । পরিষেবার নাম দেওয়া হয়েছে 'এক ডাকে অভিষেক' অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা ।
আরও পড়ুন : অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল