বজবজ, ২৯ নভেম্বর : আগেই তাঁর হয়ে জবাব দিয়েছিলেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ । এবার BJP নেতাদের উদ্দেশে চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই । বজবজের জনসভা থেকে বলেন, বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখান ।
কয়েকদিন আগে তাঁকে ভাইপো সম্বোধন করে আক্রমণ শানিয়েছিলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । এরপরই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, "হিম্মত থাকলে ভাইপো নয় নাম নিয়ে বলুন ।" আর আজ বজবজের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-র ছোটো, বড় নেতারা একটাই কথা বলে-ভাইপো । নাম নিয়ে বলার সাহস নেই । বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখান । ভাববাচ্যে কথা বলে লাভ নেই ।"
ভাইপো নয়, হিম্মত থাকলে নাম করে আক্রমণ করুন : কুণাল ঘোষ
এরপরই BJP নেতাদের আক্রমণ করেন তিনি । কাউকে বলেন বহিরাগত আবার কাউকে গুন্ডা । বলেন, দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া, সুনীল দেওধর বহিরাগত । কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়কেও গুন্ডা বলে আক্রমণ করেন । চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "আমি সবার নাম নিয়ে বলছি, ওরা বহিরাগত । ক্ষমতা থাকলে আইনি পথে যাক ।" নরেন্দ্র মোদিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি । বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীরও নেই ।"
তাঁদের দল যে নির্বাচনের জন্য প্রস্তুত সেকথাও মনে করিয়ে দেন । বলেন, নির্বাচনের লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কর্মীরা সবরকমের লড়াইয়ের জন্য প্রস্তুত । বিরোধীদের উদ্দেশে বলে, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি ।