ডায়মন্ডহারবার, 10 নভেম্বর: বিজয়া সম্মেলনের মধ্যে দিয়ে নিজের গড়ে লোকসভা নির্বাচনের হুংকার দিতে শোনা গেল ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ফলতা বিধানসভার ফতেপুরে দাঁড়িয়ে কার্যত লোকসভা নির্বাচনে জয়ের হুংকার দিতে শোনা গেল অভিষেককে । একই সঙ্গে, যে কেউ তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বলেও আহ্বান করেন অভিষেক । একই সঙ্গে, লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এই অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, "আগামী নতুন বছরে জানুয়ারি মাস থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 70 হাজার বয়স্ক বার্ধক্য মহিলাদের জন্য তৃণমূলের উদ্যোগে প্রতি মাসে বার্ধক্য ভাতা দেওয়া হবে। এটি কোনও সরকারি প্রকল্প নয়। তৃণমূলের কর্মীরাই বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য বা অনুদান নিয়েই এই 70 হাজার বয়স্ক মহিলাদের প্রতি মাসে সামান্য কিছু টাকা করে আর্থিক সাহায্য করা হবে।"
এই মঞ্চ থেকে তিনি আরও বলেন, "যারা 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত তাদের ব্যবস্থাও আমি করব । আমি কথা দিয়ে যাচ্ছি আমরা নিশ্চিন্তে থাকুন।" শুক্রবার ফলতা বিধানসভার ফতেপুরে তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্র থেকে এদিন তিনি বলেন, "কেন্দ্র হাজার চেষ্টা করলেও ডায়মন্ডহারবারের একটা লোককে ভাতে মারতে পারবে না। আর যদি আপনাদের টাকা আটকে রেখে আপনাদেরকে শিক্ষা দিতে চায় তা আমি যতদিন বেঁচে আছি হতে দেব না। আমি কাজ করে দেখিয়েছি, আগামী দিনেও আমি দেখাব।"
সম্প্রতি ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন । আমি তাদেরকে বলছি আপনারা দাঁড়ান এটাইতো গণতান্ত্রের রীতিনীতি ঐতিহ্য। গুজরাতের কোনও নেতা চাইলেও ডায়মন্ডহারবারে দাঁড়াতে পারেন। গণতন্ত্রে আমরা এটাই তো আশা করি। গত লোকসভা নির্বাচনে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমি চাইব আগামী লোকসভা নির্বাচনে আপনারা তেমনই আমার পাশে থাকবেন । আর যদি আপনারা পাশে থাকেন তাহলে এরা সব উড়ে যাবে, ভোকাট্টা হয়ে যাবে।"
অভিষেক আরও বলেন, "আমিও আপনাদের বলে যাচ্ছি আপনারা ওদের কাছ থেকে টাকা নেবেন এবং জোড়া ফুলে ভোট দেবেন। বড়ফুল থেকে টাকা নেবেন জোড়া ফুলে ভোট দেবেন। নির্বাচনের আগে আমি এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেব না। কেউ যদি এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে আসে তাকে আগে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে ।" নিজের বক্তব্যের পর এলাকার প্রায় তিন হাজার দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
1.সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক
2.অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে