ETV Bharat / state

আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ

ভাঙড়ে আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে জেলাজুড়ে রাস্তা অবরোধ।

24 pargana
আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ,তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সংখ্যালঘুরা
author img

By

Published : Aug 12, 2020, 4:01 AM IST

ভাঙড়,11 অগাস্ট : ফুরফরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

আব্বাস সিদ্দিকির বলেন,"দক্ষিণ ২৪ পরগনার বোদরা অঞ্চলে তাঁর অনুগামীদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আর তারপরই কাজদিয়া যাওয়ার পথে হঠাৎই গাড়ি আটকে আমার ও দলবলের উপর চড়াও একদল দুষ্কৃতী ।"

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঘটকপুকুর ও বাসন্তী হাইওয়ে অবরোধ করে তাঁর অনুগামীরা । তাঁদের দাবি, যারা এই আক্রমণ চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আব্বাস সিদ্দিকি নিজেই তাঁর অনুগামীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা পাঠান । সেখানে তিনি জানান,তাঁর উপর হামলা হয়েছে । তাই তাঁকে যারা ভালোবাসে তাঁরা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ অবরোধ শুরু করুক ।

সেই বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দক্ষিণ 24 পরগনা জুড়ে রাস্তা অবরোধ শুরু করে তাঁর অনুগামীরা । ভাঙড়ের ঘটকপুকুর থেকে শুরু করে কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ক্যানিং, বাসন্তী-সহ জেলার প্রায় প্রতিটি প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয় । সব জায়গাতেই দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ভাঙড়,11 অগাস্ট : ফুরফরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

আব্বাস সিদ্দিকির বলেন,"দক্ষিণ ২৪ পরগনার বোদরা অঞ্চলে তাঁর অনুগামীদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আর তারপরই কাজদিয়া যাওয়ার পথে হঠাৎই গাড়ি আটকে আমার ও দলবলের উপর চড়াও একদল দুষ্কৃতী ।"

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঘটকপুকুর ও বাসন্তী হাইওয়ে অবরোধ করে তাঁর অনুগামীরা । তাঁদের দাবি, যারা এই আক্রমণ চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আব্বাস সিদ্দিকি নিজেই তাঁর অনুগামীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা পাঠান । সেখানে তিনি জানান,তাঁর উপর হামলা হয়েছে । তাই তাঁকে যারা ভালোবাসে তাঁরা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ অবরোধ শুরু করুক ।

সেই বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দক্ষিণ 24 পরগনা জুড়ে রাস্তা অবরোধ শুরু করে তাঁর অনুগামীরা । ভাঙড়ের ঘটকপুকুর থেকে শুরু করে কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ক্যানিং, বাসন্তী-সহ জেলার প্রায় প্রতিটি প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয় । সব জায়গাতেই দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.