ETV Bharat / state

অবৈধ মাছ চাষে ভাঙছে নদীবাঁধ, অভিযোগ রায়দিঘির বাসিন্দাদের - river embankment

ফিশারি লাগোয়া নদীবাঁধ ভেঙে এলাকায় জল ডুকেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রায়দিঘি এলাকার বহু গ্রামের মানুষজন । স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে মণি নদী এবং ঠাকুরান নদী। আর এই নদীর পাড় দিয়ে কয়েকশো বিঘা জমিতে ফিশারি তৈরি করেছে কিছু অসাধু মাছ ব্যবসায়ী । নদীবাঁধ কেটে ফিশারিতে জল সরবরাহ ব্যবস্থা করেছে ওই ব্যবসায়ীরা ।

image
ফিশারির কারণে ভাঙছে নদীবাঁধ
author img

By

Published : May 25, 2020, 3:35 PM IST

রায়দিঘি, 25 মে : নদীবাঁধের পাশেই তৈরি হয়েছে ফিশারি ৷ আর এই ফিশারির জলের জোগান দেওয়ার জন্য অবৈধ ভাবে কাটা হয়েছে নদীবাঁধ ৷ ফলে দুর্বল হয়ে যাচ্ছে সেইগুলি ৷ আমফানের ফলে ভেঙে গেছে সেই নদীবাঁধ ৷ প্লাবিত হয়েছে রায়দিঘির বিস্তীর্ণ এলাকা ৷ বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মিলছে না বলেই অভিযোগ এলাকার মানুষের ৷

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ফিশারি লাগোয়া নদীবাঁধ ভেঙে এলাকায় জল ডুকেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রায়দিঘি এলাকার বহু গ্রামের মানুষজন । স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে মণি নদী এবং ঠাকুরান নদী। আর এই নদীর পাড় দিয়ে কয়েকশো বিঘা জমিতে ফিশারি তৈরি করেছে কিছু অসাধু মাছ ব্যবসায়ী । নদীবাঁধ কেটে ফিশারিতে জল সরবরাহ ব্যবস্থা করেছে ওই ব্যবসায়ীরা । ফলে সেই জায়গা থেকেই ফাটল দেখা যাচ্ছে। আর তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কঙ্কনদিঘি, নগেন্দ্রপুর, পূর্বপাড়া, নন্দকুমারপুর অঞ্চল সহ আশেপাশের বহুগ্রাম ৷

ফিশারির কারণে ভাঙছে নদীবাঁধ

নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢোকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখেরও বেশি মানুষ । একদিকে যেমন বাড়ি ঘর তলিয়ে গেছে জলের নিচে, পাশাপাশি নষ্ট হয়েছে চাষবাসের জমিও । কারণ নদীর নোনা জল ঢুকে একেবারেই চাষের অযোগ্য হয়ে উঠেছে ওই সমস্ত এলাকার কৃষিজমি । আয়লার সময় নদীর নোনা জল এলাকায় ঢোকায় কৃষি জমি ব্যাপকভাবে নষ্ট হয়েছিল । দীর্ঘদিন পর ধীরে ধীরে চাষযোগ্য হয়ে উঠেছিল ওই সমস্ত জমি । আবারও নোনা জল ঢোকায় সেই জমিগুলি চাষের অযোগ্য হয়ে উঠেছে । ফলে সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষজন । বহুবার এই ফিশারি নিয়ে প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

রায়দিঘি, 25 মে : নদীবাঁধের পাশেই তৈরি হয়েছে ফিশারি ৷ আর এই ফিশারির জলের জোগান দেওয়ার জন্য অবৈধ ভাবে কাটা হয়েছে নদীবাঁধ ৷ ফলে দুর্বল হয়ে যাচ্ছে সেইগুলি ৷ আমফানের ফলে ভেঙে গেছে সেই নদীবাঁধ ৷ প্লাবিত হয়েছে রায়দিঘির বিস্তীর্ণ এলাকা ৷ বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মিলছে না বলেই অভিযোগ এলাকার মানুষের ৷

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ফিশারি লাগোয়া নদীবাঁধ ভেঙে এলাকায় জল ডুকেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রায়দিঘি এলাকার বহু গ্রামের মানুষজন । স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে মণি নদী এবং ঠাকুরান নদী। আর এই নদীর পাড় দিয়ে কয়েকশো বিঘা জমিতে ফিশারি তৈরি করেছে কিছু অসাধু মাছ ব্যবসায়ী । নদীবাঁধ কেটে ফিশারিতে জল সরবরাহ ব্যবস্থা করেছে ওই ব্যবসায়ীরা । ফলে সেই জায়গা থেকেই ফাটল দেখা যাচ্ছে। আর তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কঙ্কনদিঘি, নগেন্দ্রপুর, পূর্বপাড়া, নন্দকুমারপুর অঞ্চল সহ আশেপাশের বহুগ্রাম ৷

ফিশারির কারণে ভাঙছে নদীবাঁধ

নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢোকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখেরও বেশি মানুষ । একদিকে যেমন বাড়ি ঘর তলিয়ে গেছে জলের নিচে, পাশাপাশি নষ্ট হয়েছে চাষবাসের জমিও । কারণ নদীর নোনা জল ঢুকে একেবারেই চাষের অযোগ্য হয়ে উঠেছে ওই সমস্ত এলাকার কৃষিজমি । আয়লার সময় নদীর নোনা জল এলাকায় ঢোকায় কৃষি জমি ব্যাপকভাবে নষ্ট হয়েছিল । দীর্ঘদিন পর ধীরে ধীরে চাষযোগ্য হয়ে উঠেছিল ওই সমস্ত জমি । আবারও নোনা জল ঢোকায় সেই জমিগুলি চাষের অযোগ্য হয়ে উঠেছে । ফলে সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষজন । বহুবার এই ফিশারি নিয়ে প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.