রায়দিঘি, 5 জুন: পূর্ণিমার ভরা কোটালে ভাঙল মণি নদীর বাঁধ। প্লাবিত রায়দিঘির কুমড়াপাড়া ও নন্দকুমারপুর নামে দুটি অঞ্চল। বাঁধ ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে পৌঁছন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস্য তথা মথুরাপুর ২ নং ব্লক সভাপতি অলোক জলদাতা।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমফানে নদীবাঁধ ভেঙেছিল তারপর থেকে তা আর সারানো হয়নি । সেজন্য পূর্ণিমার ভরা কোটালে বাঁধের দুর্বল অংশ ভেঙে জল ঢুকে পড়ে গ্রামে। কিছু যুবক বাঁধ সারানোর চেষ্টা করে। কিন্তু তা যথেষ্ট ছিল না।
জেলাপরিষদ সদস্য এলাকা পরিদর্শনের পর ভয়াবহ পরিস্থিতির কথা জানান। এই মূহুর্তে তারা ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের সাহায্য করছেন। যদিও স্থানীয় কিছু বাসিন্দাদের দাবি তারা চিঁড়ে- মুড়ি খেয়ে বাঁধের উপরে রয়েছেন।
আমফানের পর স্থানীয় বাসিন্দারা নদী বাঁধ মেরামতের কথা বললেও প্রশাসনের পক্ষ থেকে তা আমল দেয়া হয়নি বলেই অভিযোগ। আমফানের প্রভাবে এমনিতেই নদীবাঁধ সরু হয়ে গিয়েছিল। তারপর এই ভরা কোটাল এ সেই নদীবাঁধ একেবারে ভেঙে গিয়ে এলাকায় জল ঢুকছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না নদীতে ভাটা নামবে ততক্ষণ বাঁধের কাজ শুরু করা সম্ভব নয়।