ভাঙড়, 27 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ভাঙড় পরিদর্শনে পৌঁছল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। খুব শীগ্রই ভাঙড়ের দায়িত্ব নিতে চলেছে কলকাতা পুলিশ। ভাঙড়, কাশীপুর এবং লেদার কমপ্লেক্স থানা ভেঙে তৈরি হতে চলেছে 7টি থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পুরো ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হতে চলেছে। এর জন্য ভাঙড় থানা এবং কাশীপুর থানা এলাকা কলকাতা পুলিশের অন্তর্ভুক্তি হবে। সে কারণেই বৃহস্পতিবার কলকাতা পুলিশের পদস্থ কর্তা-সহ লালবাজারের গুণ্ডাদমন শাখার অফিসাররা ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা ভেঙে তিনটি থানা তৈরি হবে। কাশীপুর থানা ভেঙে দু'টি থানা এবং লেদার কম্পলেক্স থানা ভেঙে তৈরি হবে দু'টি থানা।
আরও পড়ুন: ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, ডিজিকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
অর্থাৎ, ভাঙড়ে সর্বমোট 7টি থানা হতে চলেছে। আর এই 7টি থানা নিয়ে তৈরি হবে একটি ডিভিশন। যার দায়িত্বে থাকবেন একজন ডিসি পদমর্যাদার অফিসার যিনি আইপিএস অফিসার। পাশাপাশি প্রতিটি থানায় একজন করে ইনসপেক্টর দায়িত্বে থাকবেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ তাই বুধবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে এই ঘোষণার পরেই বৃহস্পতিবার এদিন ভাঙড়ে গেল কলকাতা পুলিশের বিশেষ দল। তাঁরা পরিদর্শন করেন বিভিন্ন এলাকা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ যদিও এরপর ভাঙড়ের বিধায়ক পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এখন দেখার রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশে ভাঙড় হস্তান্তরিত হলেও রাজনৈতিক লড়াই, সন্ত্রাস, হানাহানি বন্ধ হয় কি না ৷
আরও পড়ুন: ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্তকে শর্তসাপেক্ষে স্বাগত নওশাদের