কুলতলি, 15 জুন : 2011 সালে রাজনৈতিক কারণে স্বামী খুন হয়েছিলেন ৷ 2021 সালে খুন হলেন স্ত্রীও ৷ এই খুনের পিছনে রাজনৈতিক কারণ আছে কি না তা এখনই জানা সম্ভব নয় ৷ সোমবার রাতে শ্বাসরোধ করে খুন করা হয় কুলতলি থানার শাহজাহান গ্রামের সুচিত্রা অধিকারীকে (65) ৷ সকালে তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী ৷ খবর দেওয়া হয় থানায় ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ চাপা আতঙ্কে খানিক থমথমেও হয়ে রয়েছে এলাকা ৷
বৃদ্ধা যে বাড়িতে ছিলেন সেখানে মঙ্গলবার রাতে আর কেউ ছিলেন না ৷ ছেলে-বৌমা ছিলেন পাশেই আর একটি বাড়িতে ৷ সোমবার রাতে ছেলে-বৌমার সঙ্গে রাতের খাওয়াদাওয়া সেরে এই বাড়িতে শুতে চলে আসেন সুচিত্রা ৷ তারপর সারারাতে কেউ আর কোনও সাড়া-শব্দ পাননি ৷ মঙ্গলবার সকালে প্রতিবেশী সুবল সর্দার এই বাড়িতে আসেন সুচিত্রাকে ডাকতে ৷ ডেকে সাড়া পাননি তিনি ৷ প্রতিবেশী দেখেন বাড়ির পিছনের দরজা ভাঙা ৷ দরজার পর্দা সরিয়ে দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধা ৷ এরপর পাড়ার লোকজনই থানায় খবর দেন ৷
প্রতিবেশী অরুণ নাড়ুয়া জানান, 2011 সালে রাজনৈতিক কারণে বৃদ্ধার স্বামীও খুন হয়েছিলেন ৷ তারপর এদিন বৃদ্ধার মৃত্যুর ঘটনায় কোনও রাজনৈতিক কারণ থাকতে পারে কি না তা ভাবাচ্ছে স্থানীয়দের ৷
পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায় ৷ তাদের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ খুনের পিছনে পারিবারিক অশান্তি নাকি রাজনৈতিক কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ অফিসাররা ৷
আরও পড়ুন : 6 মাস ধরে পেট-ব্যথা, অস্ত্রোপচারে বেরোল গোটা একটা পেন