ক্যানিং, 21 সেপ্টেম্বর : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে ৷ তাও একবার নয়, একাধিকবার ৷ জঘন্য এই অপরাধটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার তালদিতে ৷ এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ ৷ অভিযুক্ত যুবকের নাম রাজু সর্দার ৷ রাজু সর্দার তালদির এক বিবাহবিচ্ছিন্না মহিলাকে বিয়ে করেছিল কয়েকবছর আগে ৷ ওই মহিলার প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে ৷ অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সুযোগে রাজু সর্দার তাঁর মেয়েকে ধর্ষণ করে ৷ এমনকি বিষয়টি কারও কাছে না জানানোর জন্য খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে তার সৎ বাবা রাজু সর্দার একাধিকবার ধর্ষণ করেছে ৷ স্ত্রী বাড়িতে না থাকার সুযোগেই ওই নাবালিকাকে ধর্ষণ করত সে ৷ এমনকি একাধিকবার বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ৷ এই ঘটনা যাতে ওই নাবালিকা কারও কাছে না জানায়, তার জন্য তাকে হুমকিও দেওয়া হয়েছিল ৷ সম্প্রতি ওই নাবালিকার মা, অর্থাৎ রাজু সর্দারের স্ত্রী বিষয়টি জানতে পারেন ৷ এর পরেই তিনি স্থানীয় মহিলা সমিতিতে বিষয়টি জানান ৷
আরও পড়ুন : Purulia Child Murder Case : পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের
মহিলা সমিতির সদস্য়রাই নির্যাতিতা নাবালিকা এবং তার মাকে ক্যানিং থানায় নিয়ে যায় ৷ সেখানে অভিযুক্ত রাজু সর্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেখানে প্রাণে মারার হুমকির বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ ক্যানিং থানার পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ অভিযুক্ত রাজু সর্দারকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্যদিকে, ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷
আরও পড়ুন : Shilpa Shetty: 60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ?