ETV Bharat / state

বিষ্ণুপুরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Jan 7, 2021, 9:37 PM IST

আব্বার বাড়ি যাওয়া নিয়ে শওহর-বিবির মধ্যে অশান্তি । ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার যুবতির । তদন্তে পুলিশ ।

বিষ্ণুপুরে ঘরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার
বিষ্ণুপুরে ঘরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার

বিষ্ণুপুর, 7 জানুয়ারি : শ্বশুরবাড়ি থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতার নাম পাখিজা বিবি (24) । আব্বার বাড়ি যাওয়া নিয়ে ঝামেলা জেরে মৃত্যু হয়েছে পাখিজার, এমনই জানিয়েছে পরিবারের সদস্যরা । আজ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নয়হাজিরি গ্রামে ।

পরিবার সূত্রে জানা গেছে, বছর সাতেক আগে নয়হাজিরি গ্রামের সরদার পাড়ার বাসিন্দা জাকির সর্দারের সঙ্গে পাখিজা বিবির নিকাহ হয় । জাকির পোশাকের ব্যবসা করে । দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে । আব্বার বাড়ি যাওয়া নিয়ে জাকিরের সঙ্গে পাখিজার অশান্তি শুরু হয় । শওহর রাজি হয়নি ।

আরও পড়ুন : চুঁচুড়ায় বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবারের সদস্যরা আজ সকালে পাখিজা বিবিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে । বিষ্ণুপুর থানায় খবর দেয় । পুলিশ আসে, দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠানো হয় । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

বিষ্ণুপুর, 7 জানুয়ারি : শ্বশুরবাড়ি থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতার নাম পাখিজা বিবি (24) । আব্বার বাড়ি যাওয়া নিয়ে ঝামেলা জেরে মৃত্যু হয়েছে পাখিজার, এমনই জানিয়েছে পরিবারের সদস্যরা । আজ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নয়হাজিরি গ্রামে ।

পরিবার সূত্রে জানা গেছে, বছর সাতেক আগে নয়হাজিরি গ্রামের সরদার পাড়ার বাসিন্দা জাকির সর্দারের সঙ্গে পাখিজা বিবির নিকাহ হয় । জাকির পোশাকের ব্যবসা করে । দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে । আব্বার বাড়ি যাওয়া নিয়ে জাকিরের সঙ্গে পাখিজার অশান্তি শুরু হয় । শওহর রাজি হয়নি ।

আরও পড়ুন : চুঁচুড়ায় বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবারের সদস্যরা আজ সকালে পাখিজা বিবিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে । বিষ্ণুপুর থানায় খবর দেয় । পুলিশ আসে, দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠানো হয় । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.