সুন্দরবন, 30 জানুযারি: ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর (a crab catcher died due to royal bengal tiger attack in sunderbans) । গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ । রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে । সুন্দরবন এলাকার অধিকাংশ পরিবার মৎস্যজীবী। পেটের দায়ে ও পরিবারের অন্ন সংস্থান করতে কাঁকড়া ধরতে হয় তাঁদের । আর এই কাজ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎস্যজীবীর।
আরও পড়ুন: Sundarbans Tiger Attack : লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী
প্রতিদিনের মতো রবিবার ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুমিরমারি এলাকার বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দু‘জন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দু‘জন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা যান ঘটনাস্থলে । নিহত মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের দেহের খোঁজে তল্লাশি শুরু করেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অরবিন্দের দেহ পাওয়া যায়নি ৷