ETV Bharat / state

Tiger Attack On Sunderbans : সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু - Tiger Attack On Sunderbans

পেটের দায় বড় দায় । পরিবারের অন্ন সংস্থানের জন্য মাছ ধরার পাশাপাশি কাঁকড়াও ধরতে যান এলাকার মৎস্যজীবীরা। নদীতীরে কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণরায়ের হাতে প্রাণ হারালেন এক মৎস্যজীবী (a crab catcher died due to royal bengal tiger attack in sunderbans) ।

tiger
tiger
author img

By

Published : Jan 30, 2022, 6:40 PM IST

সুন্দরবন, 30 জানুযারি: ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর (a crab catcher died due to royal bengal tiger attack in sunderbans) । গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ । রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে । সুন্দরবন এলাকার অধিকাংশ পরিবার মৎস্যজীবী। পেটের দায়ে ও পরিবারের অন্ন সংস্থান করতে কাঁকড়া ধরতে হয় তাঁদের । আর এই কাজ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎস্যজীবীর।

আরও পড়ুন: Sundarbans Tiger Attack : লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী

প্রতিদিনের মতো রবিবার ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুমিরমারি এলাকার বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দু‘জন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দু‘জন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা যান ঘটনাস্থলে । নিহত মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের দেহের খোঁজে তল্লাশি শুরু করেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অরবিন্দের দেহ পাওয়া যায়নি ৷

সুন্দরবন, 30 জানুযারি: ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর (a crab catcher died due to royal bengal tiger attack in sunderbans) । গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ । রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে । সুন্দরবন এলাকার অধিকাংশ পরিবার মৎস্যজীবী। পেটের দায়ে ও পরিবারের অন্ন সংস্থান করতে কাঁকড়া ধরতে হয় তাঁদের । আর এই কাজ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎস্যজীবীর।

আরও পড়ুন: Sundarbans Tiger Attack : লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী

প্রতিদিনের মতো রবিবার ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুমিরমারি এলাকার বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দু‘জন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দু‘জন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা যান ঘটনাস্থলে । নিহত মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের দেহের খোঁজে তল্লাশি শুরু করেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অরবিন্দের দেহ পাওয়া যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.