ETV Bharat / state

canning : মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর - মানসিক ভারসাম্যহীন দুই সন্তান

14 বছর ধরে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ তাদের সুস্থ করে তোলাই দম্পতির জীবনের উদ্দেশ্যে ৷ কিন্তু, অভাবের সংসারে নতুন বিপদ নিমাই সরদারের বিকল কিডনি ৷

A couple from Canning desperately struggled to give a better life to their two Special child in South 24 Pargana
মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের সুস্থ জীবনের জন্য মরিয়া সংগ্রাম সরদার দম্পতির
author img

By

Published : Sep 14, 2021, 7:33 PM IST

Updated : Sep 14, 2021, 8:34 PM IST

ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 সেপ্টেম্বর : বিগত প্রায় 14 বছর ধরে দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ কারণ তাঁদের দুই ছেলেই মানসিক ভারসাম্যহীন ৷ জন্মের পর থেকে তারা স্বাভাবিক ছিল ৷ কিন্তু, দুই ছেলেই 5 বছর ও 6 বছর বয়সের পর থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ৷ এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিল তারা ৷ তাই তাদের ধরে রাখতে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সরদার পরিবারকে ৷ এরই মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারী নিমাই সরদারের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে দুই ছেলে এবং স্বামীর চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি জানালেন উত্তরা সরদার ৷

প্রসঙ্গত, আর দশটা বাচ্চার মতোই বড় হচ্ছিল নিমাই সরদারের ছেলে বিশ্বজিৎ সরদার ৷ তাকে স্থানীয় এক প্রাথমিক স্কুলে ভর্তিও করানো হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে বিশ্বজিৎ ৷ এর পর কথা বলা বন্ধ হয়ে যায় তার ৷ মাঝে বেশ কিছুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে বহু খোঁজাখুজি করে বিশ্বজিতের খোঁজ পায় পরিবার ৷ এই পরিস্থিতিতে বিশ্বজিৎকে বাড়ির মধ্যেই বেঁধে রাখতে শুরু করে পরিবার ৷

মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

আরও পড়ুন : BSNL : জলপাইগুড়ি পোস্ট অফিস চত্বরে ধুঁকছে বিএসএনএলের কাস্টমার সার্ভিস সেন্টার

কয়েক বছর পর নিমাই সরদার এবং তাঁর স্ত্রীর দ্বিতীয় সন্তান হয় ৷ প্রথমে তাকেও স্বাভাবিক বলে মনে হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর সেও একই ধরনের আচরণ শুরু করে ৷ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এই পরিস্থিতিতে দুই ভাইকে একসঙ্গে খুঁটিতে বেঁধে রাখে পরিবার ৷ এমনকি খাওয়ানোর সময়ও তাদের বেঁধে রাখা হয় ৷ সন্তানদের নিয়ে জেরবার সরদার দম্পতির জীবনে এবার নতুন বিপত্তি ৷ নিমাই সরদারের ডান কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সংসার চালানো দায় হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন নিমাই সরদারের মা রেণু সরদার ৷ তাঁর ছেলে এবং দুই নাতিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্যের আর্জি জানিয়েছেন ৷

ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 সেপ্টেম্বর : বিগত প্রায় 14 বছর ধরে দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ কারণ তাঁদের দুই ছেলেই মানসিক ভারসাম্যহীন ৷ জন্মের পর থেকে তারা স্বাভাবিক ছিল ৷ কিন্তু, দুই ছেলেই 5 বছর ও 6 বছর বয়সের পর থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ৷ এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিল তারা ৷ তাই তাদের ধরে রাখতে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সরদার পরিবারকে ৷ এরই মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারী নিমাই সরদারের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে দুই ছেলে এবং স্বামীর চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি জানালেন উত্তরা সরদার ৷

প্রসঙ্গত, আর দশটা বাচ্চার মতোই বড় হচ্ছিল নিমাই সরদারের ছেলে বিশ্বজিৎ সরদার ৷ তাকে স্থানীয় এক প্রাথমিক স্কুলে ভর্তিও করানো হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে বিশ্বজিৎ ৷ এর পর কথা বলা বন্ধ হয়ে যায় তার ৷ মাঝে বেশ কিছুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে বহু খোঁজাখুজি করে বিশ্বজিতের খোঁজ পায় পরিবার ৷ এই পরিস্থিতিতে বিশ্বজিৎকে বাড়ির মধ্যেই বেঁধে রাখতে শুরু করে পরিবার ৷

মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

আরও পড়ুন : BSNL : জলপাইগুড়ি পোস্ট অফিস চত্বরে ধুঁকছে বিএসএনএলের কাস্টমার সার্ভিস সেন্টার

কয়েক বছর পর নিমাই সরদার এবং তাঁর স্ত্রীর দ্বিতীয় সন্তান হয় ৷ প্রথমে তাকেও স্বাভাবিক বলে মনে হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর সেও একই ধরনের আচরণ শুরু করে ৷ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এই পরিস্থিতিতে দুই ভাইকে একসঙ্গে খুঁটিতে বেঁধে রাখে পরিবার ৷ এমনকি খাওয়ানোর সময়ও তাদের বেঁধে রাখা হয় ৷ সন্তানদের নিয়ে জেরবার সরদার দম্পতির জীবনে এবার নতুন বিপত্তি ৷ নিমাই সরদারের ডান কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সংসার চালানো দায় হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন নিমাই সরদারের মা রেণু সরদার ৷ তাঁর ছেলে এবং দুই নাতিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্যের আর্জি জানিয়েছেন ৷

Last Updated : Sep 14, 2021, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.