কাকদ্বীপ, 31 মে : যশ এবং ভরা কোটালের জেরে বাঁধ ভেঙে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় । বিশেষত দ্বীপাঞ্চলগুলিতে ভিটেমাটি হারিয়ে স্থানীয় ফ্লাড শেল্টার ও সরকারি স্কুলে আশ্রয় নিয়েছেন কয়েকশো মানুষ । দুর্যোগ কবলিত সেই এলাকাগুলির বাসিন্দাদের জন্য তিনটি কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন জেলা পুলিশ । রবিবার থেকেই চালু করা হয়েছে এই কিচেনগুলি । আগামী 15 দিন ধরে দু'বেলা রান্না করা খাবার দেওয়া হবে এই কমিউনিটি কিচেন থেকে ।
এ বিষয়ে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "দুর্যোগ কবলিত এলাকায় মানুষকে খাবার পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি । আশা করি বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের অসহায় মানুষরা অনেকটাই উপকৃত হবেন ।"
ফ্রেজারগঞ্জ উপকূল থানার মৌসুনি দ্বীপ সহ সাগর থানার ঘোড়ামারা দ্বীপ এবং কাকদ্বীপের নারায়ণপুর পুরোপুরি প্লাবিত হওয়ায় ঘরছাড়া বহু মানুষ । খাবার এবং পানীয় জলের প্রবল সঙ্কট দেখা দিয়েছে এই এলাকাগুলিতে । তাই এই তিনটি জায়গায়তেই একটি করে কমিউনিটি কিচেন তৈরির পরিকল্পনা নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ ।
আরও পড়ুন : নর্থ ব্লক নয়, আজ নবান্নেই যাবেন আলাপন
মৌসুনি দ্বীপের বালিয়াড়া কিশোর হাই স্কুল, ঘোড়ামারার মিলন বিদ্যাপীঠ এবং নারায়ণপুরের নারায়ণ বিদ্যামন্দিরে কমিউনিটি কিচেন চালু করল জেলা পুলিশ । আগামী 15 দিন এই কমিউনিটি কিচেনের মাধ্যমে দুর্যোগ কবলিত এলাকার প্রায় 15 হাজারেরও বেশি মানুষ দু'বেলা রান্না করা খাবার ও পানীয় জল পাবেন ।
রবিবার নামখানার মৌসুনি দ্বীপের কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা । এছাড়াও অন্য দুটি কমিউনিটি কিচেন উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা ।