ETV Bharat / state

100 টাকা দেয়নি মা, সোনারপুরে আত্মঘাতী যুবক - A boy commited suicide in Sonarpur

কয়েকদিন আটো না চালানোর ফলে হাতে একদম টাকা ছল না সুশান্তের ৷ তাই গতকাল তিনি তাঁর মায়ের কাছ থেকে 100 টাকা চান ৷ নুন আনতে পান্তা ফুরায় ৷ অভাবের সংসারে ছেলেকে 100 টাকা দিতে পারেননি তাঁর মা ৷ তাই রাগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত ৷ বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় তার পরিবারের লোকজনের ৷ পরে তারা দরজা ভেঙে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

সুশান্ত
author img

By

Published : Sep 10, 2019, 5:35 PM IST

Updated : Sep 10, 2019, 9:05 PM IST

সোনারপুর, 10 সেপ্টেম্বর : মায়ের কাছে থেকে 100 টাকা না পাওয়ায় আত্মহত্যা করল এক যুবক ৷ সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের ঘটনা ৷ মৃতের নাম সুশান্ত সিং (20) ৷

সুশান্ত পেশায় অটোচালক ৷ পরিবারিক সমস্যার জন্য কয়েকদিন ধরে তিনি অটো চালাতে পারছিলেন না ৷ তাঁর মা অন্যের বাড়িতে কাজ করেন ৷ কয়েকদিন অটো না চালানোয় হাতে টাকা ছিল না সুশান্তর ৷ গতকাল তিনি মায়ের কাছে 100 টাকা চান ৷ অভাবের সংসারে ছেলেকে 100 টাকা দিতে পারেননি তাঁর মা ৷ তাই রাগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত ৷ বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর পরিবারের লোকজনের ৷ পরে তারা দরজা ভেঙে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

sonarpur
সুশান্ত

সুশান্তের বাবা পাঁচু সিং বলেন, "কয়েকদিন ধরে সুশান্ত অটো চালানো বন্ধ রেখেছিল ৷ গতকাল ও মায়ের কাছে থেকে 100 টাকা চায় ৷ মা দিতে পারেনি ৷ তারপরই গতরাতে ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ দরজা ভেঙে আমরা ওর ঝুলন্ত দেহ উদ্ধার করি ৷"

ভিডিয়োয় শুনুন পাঁচু সিংয়ের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যায় সোনারপুর থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সোনারপুর, 10 সেপ্টেম্বর : মায়ের কাছে থেকে 100 টাকা না পাওয়ায় আত্মহত্যা করল এক যুবক ৷ সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের ঘটনা ৷ মৃতের নাম সুশান্ত সিং (20) ৷

সুশান্ত পেশায় অটোচালক ৷ পরিবারিক সমস্যার জন্য কয়েকদিন ধরে তিনি অটো চালাতে পারছিলেন না ৷ তাঁর মা অন্যের বাড়িতে কাজ করেন ৷ কয়েকদিন অটো না চালানোয় হাতে টাকা ছিল না সুশান্তর ৷ গতকাল তিনি মায়ের কাছে 100 টাকা চান ৷ অভাবের সংসারে ছেলেকে 100 টাকা দিতে পারেননি তাঁর মা ৷ তাই রাগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত ৷ বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর পরিবারের লোকজনের ৷ পরে তারা দরজা ভেঙে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

sonarpur
সুশান্ত

সুশান্তের বাবা পাঁচু সিং বলেন, "কয়েকদিন ধরে সুশান্ত অটো চালানো বন্ধ রেখেছিল ৷ গতকাল ও মায়ের কাছে থেকে 100 টাকা চায় ৷ মা দিতে পারেনি ৷ তারপরই গতরাতে ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ দরজা ভেঙে আমরা ওর ঝুলন্ত দেহ উদ্ধার করি ৷"

ভিডিয়োয় শুনুন পাঁচু সিংয়ের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যায় সোনারপুর থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:মায়ের কাছে একশো টাকা চেয়ে না পেয়ে আত্মঘাতী ২০ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরে। রাতেই দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা। উদ্ধার করে সুভাসগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। আজ তার দেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের বাসিন্দা সুশান্ত সিং। তিনি বাঘাযতীন রানীকুঠি রুটে অটো চালাতেন। খুবই ভালো ছেলে ছিল বলে জানিয়েছেন অন্যান্য অটোচালকরা। কয়েকদিন পারিবারিক সমস্যার কারণে অটো চালাতে পারছিলেন না। বাড়িতেই বসেছিলেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। মায়ের কাছে ১০০টাকা চেয়েছিলেন। মা না দেওযায় রাগারাগি করে নিজের ঘরে ঢুকে দরজ বন্ধ করে দেন। বাড়ির লোক প্রথমে ভেবেছিল রাগ করেছে পরে ঠিক হয়ে যাবে। তারপর দরজার ফাঁক দিয়ে দেখেন ছেলের ঝুলন্ত দেহ।

বাইট১ - পাঁচু সিং, বাবা
বাইট২ - অমর দে, অটোচালক।

Body:মায়ের কাছে একশো টাকা চেয়ে না পেয়ে আত্মঘাতী ২০ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরে। রাতেই দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা। উদ্ধার করে সুভাসগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। আজ তার দেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের বাসিন্দা সুশান্ত সিং। তিনি বাঘাযতীন রানীকুঠি রুটে অটো চালাতেন। খুবই ভালো ছেলে ছিল বলে জানিয়েছেন অন্যান্য অটোচালকরা। কয়েকদিন পারিবারিক সমস্যার কারণে অটো চালাতে পারছিলেন না। বাড়িতেই বসেছিলেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। মায়ের কাছে ১০০টাকা চেয়েছিলেন। মা না দেওযায় রাগারাগি করে নিজের ঘরে ঢুকে দরজ বন্ধ করে দেন। বাড়ির লোক প্রথমে ভেবেছিল রাগ করেছে পরে ঠিক হয়ে যাবে। তারপর দরজার ফাঁক দিয়ে দেখেন ছেলের ঝুলন্ত দেহ।

বাইট১ - পাঁচু সিং, বাবা
বাইট২ - অমর দে, অটোচালক।

Conclusion:মায়ের কাছে একশো টাকা চেয়ে না পেয়ে আত্মঘাতী ২০ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরে। রাতেই দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা। উদ্ধার করে সুভাসগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। আজ তার দেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের বাসিন্দা সুশান্ত সিং। তিনি বাঘাযতীন রানীকুঠি রুটে অটো চালাতেন। খুবই ভালো ছেলে ছিল বলে জানিয়েছেন অন্যান্য অটোচালকরা। কয়েকদিন পারিবারিক সমস্যার কারণে অটো চালাতে পারছিলেন না। বাড়িতেই বসেছিলেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। মায়ের কাছে ১০০টাকা চেয়েছিলেন। মা না দেওযায় রাগারাগি করে নিজের ঘরে ঢুকে দরজ বন্ধ করে দেন। বাড়ির লোক প্রথমে ভেবেছিল রাগ করেছে পরে ঠিক হয়ে যাবে। তারপর দরজার ফাঁক দিয়ে দেখেন ছেলের ঝুলন্ত দেহ।

বাইট১ - পাঁচু সিং, বাবা
বাইট২ - অমর দে, অটোচালক।

Last Updated : Sep 10, 2019, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.