ETV Bharat / state

Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চরে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী

বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি হলদিয়া থেকে হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল ৷ রাতে কুয়াশায় ঠিকমতো ঠাহর করতে না পারায় চরে ধাক্কা লাগে ৷ জাহাজের সামনের অংশে ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে ৷

উদ্ধার হওয়া জাহাজ কর্মীরা
উদ্ধার হওয়া জাহাজ কর্মীরা
author img

By

Published : Nov 4, 2021, 7:11 AM IST

Updated : Nov 4, 2021, 10:10 AM IST

সুন্দরবন, 4 নভেম্বর : বঙ্গোপসাগরে জাহাজডুবি । বুধবার গভীর রাতে একটি বাণিজ্যিক জাহাজ ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবে যায় ৷ জাহাজটি হলদিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল ৷ 13 জনকে উদ্ধার করা হয়েছে ৷ কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এম ভি বাংলার 'শক্তি 1' নামে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ হলদিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল । হুগলি নদী ও সাগরের সংযোগস্থলের কাছে এই বিপত্তি ঘটে । অন্ধকার ও কুয়াশার কারণে সঠিক দিক নির্ধারণ করতে পারেননি জাহাজের নাবিক । ফলস্বরূপ গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ে ধাক্কা খেয়ে জাহাজের সামনের অংশ ভেঙে যায় ৷ সেখান দিয়ে জাহাজে জল ঢুকতে শুরু করে । একটু একটু করে হুগলি নদীতে তলিয়ে যেতে শুরু করে বাংলাদেশি পণ্য বোঝাই জাহাজটি ।

আরও পড়ুন : Tiger Attack : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

বিপদ বুঝে বাংলাদেশি জাহাজটির তরফে সাহায্যের জন্য বিপদ সংকেত পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর কাছে । বিপদ সংকেত পেয়ে উদ্ধারকাজে এগিয়ে আসে সাগর থানা । সাগর থানার তৎপরতায় ট্রলার নিয়ে উদ্ধারকাজ চালিয়ে 13 জন জাহাজকর্মীকে বের করে তাঁদের সাগর থানায় নিয়ে আসা হয়েছে । কেউ মারা যাননি ।

উদ্ধার করে আনা হচ্ছে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের কর্মীদের

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ওই জাহাজে কর্মরত 13 জন কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার ৷ খুব তাড়াতাড়ি তাঁরা তাঁদের দেশে ফিরে যাবেন । বাংলাদেশি জাহাজের কর্মী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "দৃশ্যমানতা অভাবে না দেখতে পেয়ে চরে ধাক্কা লাগে জাহাজটি । ফলে জাহাজে বেশ কিছুটা অংশ ভেঙে গিয়ে জল ঢুকে যাচ্ছিল ৷ সেই সময় পুলিশ এসে আমাদেরকে ট্রলারে করে উদ্ধার করে ৷ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে সাগর থানার পুলিশ ।"

সুন্দরবন, 4 নভেম্বর : বঙ্গোপসাগরে জাহাজডুবি । বুধবার গভীর রাতে একটি বাণিজ্যিক জাহাজ ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবে যায় ৷ জাহাজটি হলদিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল ৷ 13 জনকে উদ্ধার করা হয়েছে ৷ কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এম ভি বাংলার 'শক্তি 1' নামে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ হলদিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল । হুগলি নদী ও সাগরের সংযোগস্থলের কাছে এই বিপত্তি ঘটে । অন্ধকার ও কুয়াশার কারণে সঠিক দিক নির্ধারণ করতে পারেননি জাহাজের নাবিক । ফলস্বরূপ গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ে ধাক্কা খেয়ে জাহাজের সামনের অংশ ভেঙে যায় ৷ সেখান দিয়ে জাহাজে জল ঢুকতে শুরু করে । একটু একটু করে হুগলি নদীতে তলিয়ে যেতে শুরু করে বাংলাদেশি পণ্য বোঝাই জাহাজটি ।

আরও পড়ুন : Tiger Attack : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

বিপদ বুঝে বাংলাদেশি জাহাজটির তরফে সাহায্যের জন্য বিপদ সংকেত পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর কাছে । বিপদ সংকেত পেয়ে উদ্ধারকাজে এগিয়ে আসে সাগর থানা । সাগর থানার তৎপরতায় ট্রলার নিয়ে উদ্ধারকাজ চালিয়ে 13 জন জাহাজকর্মীকে বের করে তাঁদের সাগর থানায় নিয়ে আসা হয়েছে । কেউ মারা যাননি ।

উদ্ধার করে আনা হচ্ছে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের কর্মীদের

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ওই জাহাজে কর্মরত 13 জন কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার ৷ খুব তাড়াতাড়ি তাঁরা তাঁদের দেশে ফিরে যাবেন । বাংলাদেশি জাহাজের কর্মী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "দৃশ্যমানতা অভাবে না দেখতে পেয়ে চরে ধাক্কা লাগে জাহাজটি । ফলে জাহাজে বেশ কিছুটা অংশ ভেঙে গিয়ে জল ঢুকে যাচ্ছিল ৷ সেই সময় পুলিশ এসে আমাদেরকে ট্রলারে করে উদ্ধার করে ৷ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে সাগর থানার পুলিশ ।"

Last Updated : Nov 4, 2021, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.