ETV Bharat / state

পায়রা ধরতে গিয়ে নিখোঁজ শিশু, পরদিন দেহ উদ্ধার পুকুর থেকে - A 5-year-old child missing while catching pigeons was rescued from a pond

রবিবার সকালে বুইচবাটির বাসিন্দা সইদুল লস্করের পাঁচ বছরের ছেলে ইমদাদুল বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল ৷ পাখি ধরার শখ থাকায় পায়রার পিছু ধাওয়া করতে গিয়ে পুকুরে পড়ে যায় সে ৷ এমনটাি জানায় পরিবারের সদস্যরা ৷ সোমবার সকালে ইমদাদুলের দেহ উদ্ধার করে বকুলতলা থানার পুলিশ ৷

child missing while catching pigeons was rescued from a pond
পায়রা ধরতে গিয়ে নিখোঁজ 5 বছরের শিশু
author img

By

Published : Jun 22, 2021, 3:30 AM IST

Updated : Jun 22, 2021, 8:52 AM IST

জয়নগর, 22 জুন : রবিবার পাখি ধরতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিল ইমদাদুল লস্কর(5) ৷ তারপর থেকে কোন হদিসই মিলছিল না তার ৷ অবশেষে গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হল ইমদাদুলের দেহ ৷ ইমদাদুলের মৃত্যুতে শোকের ছায়া নেমছে বকুলতলা থানা এলাকার বুইচবাটি গ্রামে ৷

রবিবার সকালে বুইচবাটির বাসিন্দা সইদুল লস্করের পাঁচ বছরের ছেলে ইমদাদুল পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়েছিল ৷ ইমদাদুলের আবার বাবা সইদুলের মতো পাখি ধরার শখ ছিল ৷ গাছে পায়রা বসে থাকতে দেখে শিশুদের দলটি সেদিকেই যায় ৷ কিন্তু পাখি উড়ে যাওয়ায় সেই পায়রাকে তারাও ধাওয়া করে ৷ সেইসময় পা পিছলে পুকুরে পড়ে যায় ইমদাদুল ৷ তার বন্ধুরা ভয়ে বাড়িতে কাউকে কিছুই জানায়নি ৷

পায়রা ধরতে গিয়ে নিখোঁজ 5 বছরের শিশু, পরদিন দেহ উদ্ধার পুকুর থেকে

আরও পড়ুন : ডেকে নিয়ে গিয়েছিল বন্ধু, 3 দিন পর উদ্ধার নাবালকের দেহ

এদিকে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে ইমদাদুলের পরিবার ৷ গ্রামবাসীরাও এলাকায় খোঁজার চেষ্টা করে ৷ না পেয়ে আশেপাশের এলাকায় মাইকিং শুরু করে পরিবারের লোকজন ৷ ছবিসহ পোস্টারও দেওয়া হয় ৷ খবর দেওয়া হয় বকুলতলা থানায় ৷ এরপর সোমবার পুলিশ ও গ্রামবাসীরা ইমদাদুলের বন্ধুদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে ৷ বাড়ির সামনের একটি পুকুর থেকে উদ্ধার হয় ইমদাদুলের দেহ ৷ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

জয়নগর, 22 জুন : রবিবার পাখি ধরতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিল ইমদাদুল লস্কর(5) ৷ তারপর থেকে কোন হদিসই মিলছিল না তার ৷ অবশেষে গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হল ইমদাদুলের দেহ ৷ ইমদাদুলের মৃত্যুতে শোকের ছায়া নেমছে বকুলতলা থানা এলাকার বুইচবাটি গ্রামে ৷

রবিবার সকালে বুইচবাটির বাসিন্দা সইদুল লস্করের পাঁচ বছরের ছেলে ইমদাদুল পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়েছিল ৷ ইমদাদুলের আবার বাবা সইদুলের মতো পাখি ধরার শখ ছিল ৷ গাছে পায়রা বসে থাকতে দেখে শিশুদের দলটি সেদিকেই যায় ৷ কিন্তু পাখি উড়ে যাওয়ায় সেই পায়রাকে তারাও ধাওয়া করে ৷ সেইসময় পা পিছলে পুকুরে পড়ে যায় ইমদাদুল ৷ তার বন্ধুরা ভয়ে বাড়িতে কাউকে কিছুই জানায়নি ৷

পায়রা ধরতে গিয়ে নিখোঁজ 5 বছরের শিশু, পরদিন দেহ উদ্ধার পুকুর থেকে

আরও পড়ুন : ডেকে নিয়ে গিয়েছিল বন্ধু, 3 দিন পর উদ্ধার নাবালকের দেহ

এদিকে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে ইমদাদুলের পরিবার ৷ গ্রামবাসীরাও এলাকায় খোঁজার চেষ্টা করে ৷ না পেয়ে আশেপাশের এলাকায় মাইকিং শুরু করে পরিবারের লোকজন ৷ ছবিসহ পোস্টারও দেওয়া হয় ৷ খবর দেওয়া হয় বকুলতলা থানায় ৷ এরপর সোমবার পুলিশ ও গ্রামবাসীরা ইমদাদুলের বন্ধুদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে ৷ বাড়ির সামনের একটি পুকুর থেকে উদ্ধার হয় ইমদাদুলের দেহ ৷ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

Last Updated : Jun 22, 2021, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.