ETV Bharat / state

Road Accident : বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 6 - 6 died in a road accident at bakultala

কুলতলি এলাকার রাধাবল্লভপুর-মল্লিকপুর এলাকার প্রায় 27 জন শ্রমিক কাজের সূত্রে তামিলনাড়ু যাচ্ছিলেন । শ্রমিক বোঝাই ওই পিকআপ বোলেরো গাড়িটি রাত পৌনে বারোটা নাগাদ বকুলতলা থানা এলাকার সীমানা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের ।

6-died-in-a-road-accident-at-bakultala
6-died-in-a-road-accident-at-bakultala
author img

By

Published : Aug 2, 2021, 9:19 AM IST

Updated : Aug 2, 2021, 11:50 AM IST

বকুলতলা, 2 অগস্ট : মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বোলেরো পিকআপ গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের । তার মধ্যে একই পরিবারের পাঁচজনের সদস্যে মৃত্যু হয়েছে ৷ মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বকুলতলা থানা এলাকার মনিতর সীমানা বাজারের ঘটনা ।

জানা গিয়েছে, কুলতলি এলাকার রাধাবল্লভপুর-মল্লিকপুর এলাকার প্রায় 27 জন শ্রমিক কাজের সূত্রে তামিলনাড়ু যাচ্ছিলেন । শ্রমিক বোঝাই ওই পিকআপ বোলেরো গাড়িটি রাত পৌনে বারোটা নাগাদ বকুলতলা থানা এলাকার সীমানা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের । বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে যায় ।

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

মৃত ছয়জনের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ বাকিরা হলেন রফিক শেখ (85), হাসান শেখ (20), বাবুরালি মিস্ত্রি (27), জামাল শেখ (27) ও সৈদুল মোল্লা (55) । মৃত ছজনের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে । দুর্ঘটনায় আহতদের কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে বকুলতলা থানার পুলিশ । কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ । গাড়িচালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

বকুলতলা, 2 অগস্ট : মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বোলেরো পিকআপ গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের । তার মধ্যে একই পরিবারের পাঁচজনের সদস্যে মৃত্যু হয়েছে ৷ মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বকুলতলা থানা এলাকার মনিতর সীমানা বাজারের ঘটনা ।

জানা গিয়েছে, কুলতলি এলাকার রাধাবল্লভপুর-মল্লিকপুর এলাকার প্রায় 27 জন শ্রমিক কাজের সূত্রে তামিলনাড়ু যাচ্ছিলেন । শ্রমিক বোঝাই ওই পিকআপ বোলেরো গাড়িটি রাত পৌনে বারোটা নাগাদ বকুলতলা থানা এলাকার সীমানা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের । বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে যায় ।

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

মৃত ছয়জনের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ বাকিরা হলেন রফিক শেখ (85), হাসান শেখ (20), বাবুরালি মিস্ত্রি (27), জামাল শেখ (27) ও সৈদুল মোল্লা (55) । মৃত ছজনের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে । দুর্ঘটনায় আহতদের কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে বকুলতলা থানার পুলিশ । কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ । গাড়িচালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Aug 2, 2021, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.