ETV Bharat / state

Bomb Blast at Bhangar: ভাঙড়ে বোমাবাজি, জখম পাঁচ আইএসএফ কর্মী - আইএসএফ কর্মী

আবারও উত্তপ্ত ভাঙড় ৷ পঞ্চয়েত বোর্ড গঠনের দিনই ভাঙড়ের কাশীপুর থানা এলাকার মাঝেরহাটি গ্রামে বোমা বাজির ঘটনা ঘটে ৷ আইএসএফ কর্মী সমর্থক ও তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

ETV Bharat
ভাঙড়ে বোমাবাজি
author img

By

Published : Aug 9, 2023, 11:03 PM IST

ভাঙড়, 9 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার মাঝেরহাটি গ্রাম ৷ ভাঙড় দু'নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল । বোর্ড গঠনের পর আইএসএফের কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় দু’জন মহিলা ও দু’জন পুরুষ-সহ 5 জন আহত হয়েছেন ৷ আহতরা হলেন রিজিয়া বিবি, আসুরআলি মোল্লা, আরিফ মোল্লা আরও দু’জনের নাম জনা যায়নি ৷

আশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ ৷ আহতরা সকলেই জিরানগাছা প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ অশান্তির পরেই এলাকার আইএসএফ কর্মী ও সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । জেসমিনা বিবি নামে এক আইএসএফ কর্মী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আজ তৃণমূলের বোর্ড গঠন ছিল । সেই বোর্ড গঠন করে ফিরছিল । দুষ্কৃতীদের কাছে বোমা ছিল । চারটি বোমা মেরেছে একসঙ্গে । দোকানের পাশে কয়েকজন বসেছিলেন, সেই বোমা ছিটকে এসে লেগেছে তাঁদের । বার বার এমন ঘটনা ঘটছে, আর অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে । আমরা চাই, অভিযুক্তদের গ্রেফতার করা হোক ।"

ঘটনা প্রসঙ্গেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বলেন," এই রকম কোন অশান্তির ঘটনা জানি না ৷ তবে কারা বোমা ফাটাচ্ছে, কারা পটকা ফাটাচ্ছে… এটা আমাদের দেখার দায়িত্ব নয় । আমাদের দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোথাও অশান্তি করা যাবে না । আগামী 13 তারিখ ভাঙড়ে শান্তিপূর্ণ বিজয় মিছিল । মাঝেরহাটির মতো জায়গায় বোমা মারার লোক আমাদের নেই। কে বা কারা এই কাজ ঘটিয়েছে তা আমার জানি না ৷"

আরও পড়ুন: চালতাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন পুলিশ

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় । ভোটের দিনে, ভোট গণনার দিনে, এমনকী তারও পরে বারংবার গোলমালের অভিযোগ উঠেছে ভাঙড়ের বেশ কিছু এলাকায় । আর এবার পঞ্চায়েতের বোর্ড গঠনেও ভাঙড়ের পিছু ছাড়ল না অশান্তি ।

ভাঙড়, 9 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার মাঝেরহাটি গ্রাম ৷ ভাঙড় দু'নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল । বোর্ড গঠনের পর আইএসএফের কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় দু’জন মহিলা ও দু’জন পুরুষ-সহ 5 জন আহত হয়েছেন ৷ আহতরা হলেন রিজিয়া বিবি, আসুরআলি মোল্লা, আরিফ মোল্লা আরও দু’জনের নাম জনা যায়নি ৷

আশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ ৷ আহতরা সকলেই জিরানগাছা প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ অশান্তির পরেই এলাকার আইএসএফ কর্মী ও সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । জেসমিনা বিবি নামে এক আইএসএফ কর্মী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আজ তৃণমূলের বোর্ড গঠন ছিল । সেই বোর্ড গঠন করে ফিরছিল । দুষ্কৃতীদের কাছে বোমা ছিল । চারটি বোমা মেরেছে একসঙ্গে । দোকানের পাশে কয়েকজন বসেছিলেন, সেই বোমা ছিটকে এসে লেগেছে তাঁদের । বার বার এমন ঘটনা ঘটছে, আর অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে । আমরা চাই, অভিযুক্তদের গ্রেফতার করা হোক ।"

ঘটনা প্রসঙ্গেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বলেন," এই রকম কোন অশান্তির ঘটনা জানি না ৷ তবে কারা বোমা ফাটাচ্ছে, কারা পটকা ফাটাচ্ছে… এটা আমাদের দেখার দায়িত্ব নয় । আমাদের দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোথাও অশান্তি করা যাবে না । আগামী 13 তারিখ ভাঙড়ে শান্তিপূর্ণ বিজয় মিছিল । মাঝেরহাটির মতো জায়গায় বোমা মারার লোক আমাদের নেই। কে বা কারা এই কাজ ঘটিয়েছে তা আমার জানি না ৷"

আরও পড়ুন: চালতাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন পুলিশ

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় । ভোটের দিনে, ভোট গণনার দিনে, এমনকী তারও পরে বারংবার গোলমালের অভিযোগ উঠেছে ভাঙড়ের বেশ কিছু এলাকায় । আর এবার পঞ্চায়েতের বোর্ড গঠনেও ভাঙড়ের পিছু ছাড়ল না অশান্তি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.