ডায়মন্ডহারবার, 10 জানুয়ারি: বকখালির জঙ্গলে ফেসবুক লাইভ করে একই পরিবারের তিনজনের আত্মঘাতী (Bakkhali suicide case) হওয়ার ঘটনার তদন্ত (Bakkhali suicide investigation) শুরু করেছে পুলিশ ৷ আত্মঘাতী অভিষেক নস্করের দিদি পুনম দাসের অভিযোগের ভিত্তিতে পাঁচ জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে মারধর-সহ একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতদের (5 arrested in Bakkhali suicide case) আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলার কথা ৷
রবিবার দুপুরে একই পরিবারের 3 জন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (suicide in fb live) হয় । মৃতদের নাম শ্যামল নস্কর (63), রীতা নস্কর (42), অভিষেক নস্কর (25) । ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি এলাকায় । কুলপির হাঁড়া এলাকার বাসিন্দা ছিলেন শ্যামল নস্কর । তাঁর এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছিল সংসার । মেয়ে পুনমের বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে । সেই কারণেই তাঁর উপর প্রবল মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ । তা সহ্য করতে পারেননি বলেই পুনমের ভাই ও বাবা-মা আত্মঘাতী হন বলে ফেসবুক লাইভে দাবি করেন ৷ ফেসবুক লাইভ করে একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
আরও পড়ুন: Suicide in FB Live: এফবি লাইভে আত্মহত্যা: মৃতার দিদিকে অত্যাচারের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে
শ্যামল নস্করের মেয়ে পুনমের একটি পুত্র সন্তান রয়েছে । একটি বেসরকারি ঋণদানকারী স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি । তাঁর দায়িত্ব ছিল ওই গোষ্ঠীর মাধ্যমে যাঁরা ঋণ নিতেন, সেই টাকা সংগ্রহ করে তা ব্যাঙ্কে পৌঁছে দেওয়া । অভিযোগ, এই কাজ ঠিকমতো করেননি ওই যুবতী । তিনি গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে । তা নিয়ে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল ।
অভিযোগ, শনিবার রাতে বেশ কয়েকজন টাকার দাবিতে পুনমের বাপের বাড়িতে হানা দেয় । সেই সময় তিনি বাপের বাড়িতেই ছিলেন । তাঁকে বেধড়ক মারধর করা হয় । প্রতিবেশীদের দাবি, হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে কোনওক্রমে বাবা-মাকে সঙ্গে নিয়ে বকখালিতে পালিয়ে যান ওই যুবক । বনবিবির মন্দিরের পিছনের একটি জঙ্গলে গা ঢাকা দেন তিনজনেই ।
আরও পড়ুন: Suicide in FB Live : প্রতারণার অভিযোগে মেয়েকে হেনস্থা, ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন
এরপর রবিবার দুপুরে ওই জঙ্গল থেকেই ফেসবুক লাইভ করেন পুনমের ভাই অভিষেক নস্কর । বেসরকারি ঋণদানকারী স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন । ফেসবুক লাইভ চলাকালীনই জঙ্গলের গাছে দড়ি বেঁধে একে একে ঝুলে পড়েন অভিষেক ও তাঁর বাবা, মা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । জঙ্গল থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ফেসবুক লাইভে উল্লেখ করা প্রত্যেকটি তথ্য সত্যি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবারের সুলতান এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী পুনম দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে, সুলতানপুর গ্রাম থেকে শম্পা দাস, সুপর্ণা দাস, দেবারতি দাস, পূরবী দাস, রিতা দাসকে গ্রেফতার করেছে পুলিশ ।