ETV Bharat / state

বারুইপুরে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামায় অটো ও টোটো আটক - টোটো

1 জুনের পর থেকেই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেই শিথিলতাকে কার্যত অন্যভাবে নিয়েছেন অনেকে ৷ সেই রকমই বারুইপুরের রাস্তায় অটো ও টোটো নিয়ে নেমে পড়েছিলেন কয়েকজন ৷ দেদার যাত্রী তোলা হচ্ছিল ৷

41 autos and Totos were detained for violating covid rule in baruipur south 24 pargana
বারুইপুরে করোনা নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামায় আটক 41টি অটো ও টোটো
author img

By

Published : Jun 4, 2021, 7:48 PM IST

বারুইপুর, 4 জুন : সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বারুইপুরের রাস্তায় চলছে অটো ও টোটো । সেই অভিযোগ পাওয়ার পরেই অভিযানে নামল বারুইপুর থানার পুলিশ । শুক্রবার দুপুরে অবৈধভাবে চলা 41টি অটো ও টোটো আটক করা হয়েছে ৷ প্রত্যেক অটো-টোটোচালকের বিরুদ্ধে মহামারি আইনে মামলা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ।

প্রসঙ্গত, 1 জুনের পর থেকেই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেই শিথিলতাকে কার্যত অন্যভাবে নিয়েছেন অনেকে ৷ সেই রকমই বারুইপুরের রাস্তায় অটো ও টোটো নিয়ে নেমে পড়েছিলেন কয়েকজন ৷ দেদার যাত্রী তোলা হচ্ছিল ৷ আজ এ নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হতেই টনকনড়ে বারুইপুর থানার পুলিশের ৷ অভিযানে নামতেই মোট 41টি টোটো ও অটো আটক করা হয়েছে ৷

a
a

আরও পড়ুন : কোভিড বিধিনিষেধ অমান্য করেই হাওড়ায় খোলা মদের দোকান, গ্রেফতার 3

তবে, শুধু বারুইপুর নয়, কলকাতার রাস্তাতেও দিনের বেলা প্রায়ই অটো চলতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ৷ যা প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

বারুইপুর, 4 জুন : সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বারুইপুরের রাস্তায় চলছে অটো ও টোটো । সেই অভিযোগ পাওয়ার পরেই অভিযানে নামল বারুইপুর থানার পুলিশ । শুক্রবার দুপুরে অবৈধভাবে চলা 41টি অটো ও টোটো আটক করা হয়েছে ৷ প্রত্যেক অটো-টোটোচালকের বিরুদ্ধে মহামারি আইনে মামলা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ।

প্রসঙ্গত, 1 জুনের পর থেকেই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেই শিথিলতাকে কার্যত অন্যভাবে নিয়েছেন অনেকে ৷ সেই রকমই বারুইপুরের রাস্তায় অটো ও টোটো নিয়ে নেমে পড়েছিলেন কয়েকজন ৷ দেদার যাত্রী তোলা হচ্ছিল ৷ আজ এ নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হতেই টনকনড়ে বারুইপুর থানার পুলিশের ৷ অভিযানে নামতেই মোট 41টি টোটো ও অটো আটক করা হয়েছে ৷

a
a

আরও পড়ুন : কোভিড বিধিনিষেধ অমান্য করেই হাওড়ায় খোলা মদের দোকান, গ্রেফতার 3

তবে, শুধু বারুইপুর নয়, কলকাতার রাস্তাতেও দিনের বেলা প্রায়ই অটো চলতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ৷ যা প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.