ETV Bharat / state

ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে - Indian Boat Capsize

মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার । নিখোঁজ অনেকে । চলছে উদ্ধারকাজ ।

ট্রলার ডুবি
author img

By

Published : Jul 7, 2019, 9:53 PM IST

Updated : Jul 8, 2019, 12:31 AM IST

সাগর, 7 জুলাই : সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার । এফ বি নয়ন, এফ বি দশভূজা, এফ বি বাবাজি, এফ বি জয়যোগীরাজ নামে চারটি ট্রলার আজ বঙ্গোপসাগরে ডুবে যায় । ট্রলার চারটিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।

দিন তিনেক আগে 150 টি ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে । খারাপ আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । কিন্তু, উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় চারটি ট্রলার ।

ট্রলার ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য


এদিকে, খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধারকাজ । 61 জনের মধ্যে 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এখনও পর্যন্ত 27 জন মৎস্যজীবী নিখোঁজ । তাঁদের খোঁজে চলছে তল্লাশি ।

সাগর, 7 জুলাই : সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার । এফ বি নয়ন, এফ বি দশভূজা, এফ বি বাবাজি, এফ বি জয়যোগীরাজ নামে চারটি ট্রলার আজ বঙ্গোপসাগরে ডুবে যায় । ট্রলার চারটিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।

দিন তিনেক আগে 150 টি ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে । খারাপ আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । কিন্তু, উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় চারটি ট্রলার ।

ট্রলার ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য


এদিকে, খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধারকাজ । 61 জনের মধ্যে 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এখনও পর্যন্ত 27 জন মৎস্যজীবী নিখোঁজ । তাঁদের খোঁজে চলছে তল্লাশি ।

Intro:গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলমগ্ন দুটি ট্রলার। এফ ভি নয়ন ও এফ ভি দশভূজা নামের দুটি ট্রলার এদিন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যায়। দুটি ট্রলারে মোট ৩১ জন মৎসজীবী ছিলেন। তাদের মধ্যে ছয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ২৫ জন মৎস্য জীবি নিখোঁজ রয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণেই ট্রলার গুলি জলমগ্ন হয়। তিনদিন আগে প্রায় ১৫০ টি ট্রলার গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। গতকাল রাতে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বেশিরভাগ ট্রলার বাংলাদেশের জল সীমায় আশ্রয় নিলেও এই দুটি ট্রলার ডুবে যায়।Body:বড় খবর। একটু বাইট শুনে নিন প্লিজConclusion:আমি আরো ইনফরমেশন পেলে দিচ্ছি।
Last Updated : Jul 8, 2019, 12:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.