বকুলতলা, 1 জুন : ইটভাটায় ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করল বকুলতলা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে তিনটি বন্দুক এবং 15 রাউন্ড কার্তুজ উদ্ধারের পাশাপাশি নগদ প্রায় কুড়ি হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বকুলতলা এলাকায় ।
পুলিশ সূত্রে খবর, প্রায় দশ দিন আগে বকুলতলা থানার মুক্তি ইটভাটায় রাতে একদল ডাকাতদল হানা দেয় । ইটভাটার ম্যানেজার সঞ্জয় কুমার গিরির মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ 45 হাজার টাকার পাশাপাশি চারটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাতদল । ঘটনার পরেই সঞ্জয়বাবু বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
আরও পড়ুন : ভারতে খুঁজে পাওয়া কোভিডের নতুন ভ্যারিয়্যান্টের নাম ডেল্টা ভ্যারিয়্যান্ট, জানাল হু
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ দীপক হালদার, কুমারেশ হালদার, মুচিরাম মণ্ডল এবং প্রভাস সর্দারকে গ্রেফতার করে । ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এর সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।