ETV Bharat / state

কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 দুষ্কৃতী - দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ ৷ জানা গিয়েছে কোনও অসামাজিক কাজের জন্য ওই দুষ্কৃতীরা একত্রিত হয়েছিল ৷ গোপন সূত্রে খবর, পেয়ে আজ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ ৷

3 miscreants arrested with firearms in Kultali south 24 pargana
কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 দুষ্কৃতী
author img

By

Published : Apr 28, 2021, 9:00 PM IST

কুলতলি, 28 এপ্রিল : বারুইপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য । আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । কুলতলি থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে টেংরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার যুবক

কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 দুষ্কৃতী

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়েছে, একটি ওয়ান শটার পাইপগান ও দু’টি আলাদা বোরের 5টি করে মোট 10 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের জন্য গোপন আস্তানায় ঘাঁটি তৈরি করেছিল ওই 3 দুষ্কৃতী । ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে কুলতলি থানার পুলিশের তরফে ৷ কী কারণ ওই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জড়ো হয়েছিল তা জানতে জেরা শুরু করেছে পুলিশ ৷

কুলতলি, 28 এপ্রিল : বারুইপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য । আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । কুলতলি থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে টেংরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার যুবক

কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 দুষ্কৃতী

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়েছে, একটি ওয়ান শটার পাইপগান ও দু’টি আলাদা বোরের 5টি করে মোট 10 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের জন্য গোপন আস্তানায় ঘাঁটি তৈরি করেছিল ওই 3 দুষ্কৃতী । ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে কুলতলি থানার পুলিশের তরফে ৷ কী কারণ ওই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জড়ো হয়েছিল তা জানতে জেরা শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.