বাসন্তী, 8 জুলাই : ধর্ষণের অভিযোগ তুলতে অস্বীকার করেছিল নির্যাতিতার পরিবার ৷ অভিযোগ, সেই কারণেই গতকাল ধর্ষণে অভিযুক্ত ও তার সাঙ্গোপাঙ্গরা গ্রামবাসী ও নির্যাতিতার পরিবারের উপর চড়াও হয় ৷ চলে বোমাবাজি ৷ এমনকী, গুলিও চালানো হয় ৷ আর তাতেই গুলিবিদ্ধ হন গ্রামের তিন জন ৷ তাঁদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন ৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনা ৷
দেড় মাস আগে বাসন্তীতে এক নাবালিকার ধর্ষণ হয় ৷ ঘটনায় অভিযোগ ওঠে এলাকারই এক ব্যক্তি শাহাবুদ্দিন গায়েনের বিরুদ্ধে ৷ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়ায় গ্রামবাসী ৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানাতে থাকে ৷ অভিযোগ, এরপরই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে শাহাবুদ্দিন ও তার সাঙ্গোপাঙ্গরা ৷ ধর্ষণের অভিযোগ তুলে নিতে বলে ৷ কিন্তু তা করতে রাজু হয়নি নির্যাতিতার পরিবার ও গ্রামবাসী ৷
অভিযোগ, কথা না শোনায় গত সন্ধেয় গ্রামবাসী ও নির্যাতিতার পরিবারের উপর চড়াও হয় শাহাবুদ্দিন ৷ সাঙ্গোপাঙ্গদের নিয়ে গ্রামে ব্যাপক বোমাবাজি করে ৷ চলে গুলি ৷ ঘটনায় এক মহিলাসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন ৷ এনিয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷