ETV Bharat / state

illegal drugs : কুলতলিতে বেআইনি মাদক-সহ গ্রেফতার 3 - কুলতলিতে বেআইনি মাদক-সহ গ্রেফতার 3

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কুলতলি থেকে গ্রেফতার তিন ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 18 লিটার কাশির সিরাপ ।

কুলতলিতে বেআইনি মাদক-সহ গ্রেফতার 3
কুলতলিতে বেআইনি মাদক-সহ গ্রেফতার 3
author img

By

Published : Aug 8, 2021, 4:11 PM IST

কুলতলি, 8 অগস্ট : কুলতলি ও তার সংলগ্ন এলাকায় দিনের পর দিন বেড়েই চলছিল মাদক ব্যবসা । এর ফলে এলাকার বহু যুবক নেশাগ্রস্ত হয়ে অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে । দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এলাকার মানুষ অভিযোগ জানায় কুলতলি থানায় ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কুলতলি থানার পুলিশ । আজ কুলতলির কালীতলা সংলগ্ন এলাকা থেকে বেআইনি মাদক-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 18 লিটার কাশির সিরাপ ।

ধৃতদের নাম হাসিবুল রহমান লস্কর, আবদুল্লা মোল্লা, নাসিরউদ্দিন গাজি ৷ এরা সকলেই কুলতলি থানা এলাকার কালীতলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে বারুইপুর জেলা পুলিশ । আজই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।

কুলতলি থেকে মাদক-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন : Corruption Arrest : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধান

কুলতলি, 8 অগস্ট : কুলতলি ও তার সংলগ্ন এলাকায় দিনের পর দিন বেড়েই চলছিল মাদক ব্যবসা । এর ফলে এলাকার বহু যুবক নেশাগ্রস্ত হয়ে অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে । দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এলাকার মানুষ অভিযোগ জানায় কুলতলি থানায় ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কুলতলি থানার পুলিশ । আজ কুলতলির কালীতলা সংলগ্ন এলাকা থেকে বেআইনি মাদক-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 18 লিটার কাশির সিরাপ ।

ধৃতদের নাম হাসিবুল রহমান লস্কর, আবদুল্লা মোল্লা, নাসিরউদ্দিন গাজি ৷ এরা সকলেই কুলতলি থানা এলাকার কালীতলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে বারুইপুর জেলা পুলিশ । আজই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।

কুলতলি থেকে মাদক-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন : Corruption Arrest : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.