ETV Bharat / state

Panchayat Elections 2023: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার - স্নাতকোত্তর পরীক্ষার্থী শীর্ষা মজুমদার

যুবদের উপর ভরসা রেখে জয়নগর-1 পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে বামেদের প্রার্থী শীর্ষা মজুমদার ৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি ৷ দুর্নীতিগ্রস্থ পঞ্চায়েতের অবসান ঘটিয়ে মানুষের পঞ্চায়েত গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শীর্ষা ৷

CPIM Candidate in Jaynagar
বাম প্রার্থী শীর্ষা মজুমদার
author img

By

Published : Jul 3, 2023, 10:41 PM IST

বাম প্রার্থী 25 বছরের শীর্ষা মজুমদার

দক্ষিণ বারাসাত(দক্ষিণ 24 পরগনা), 3 জুলাই: এবার রেড ভলেন্টিয়ার থেকে একবারে ভোটের ময়দানে স্নাতকোত্তর পরীক্ষার্থী শীর্ষা মজুমদার ৷ জয়নগর-1 পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে বামেদের প্রার্থী হয়েছেন তিনি ৷ দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার সারছেন শীর্ষা ৷

এবারে পঞ্চায়েত ভোটেও তরুণ তুর্কির উপর ভরসা রাখছে সিপিআইএম ৷ তাই তো জয়নগর-1 পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে শীর্ষাকে । ভোটে তাঁর বিপক্ষে লড়ছেন হেভিওয়েট প্রার্থী তৃণমূল ব্লক সভাপতির স্ত্রী ঋতুপর্ণা বিশ্বাস । তবে তাতে অবশ্য আমল দিচ্ছেন না বছর 25 -এর এই তরুণ বাম প্রার্থী ৷ শীর্ষা মাস্টার্স অব ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন ৷ বর্তমানে পরীক্ষা দিয়ে তিনি রেজাল্টের অপেক্ষায় রয়েছেন ৷ তারই মধ্যে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন তিনি ৷ মেয়ের প্রচারে সর্বক্ষণের সঙ্গী বাবা দেবব্রত মজুমদার ৷ শীর্ষা বলেন, "ছাত্র সংগঠনের বহুদিন ধরে যুক্ত রয়েছি । করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে বাম যুবকর্মীরা । তার মধ্যে আমিও ছিলাম ।"

তিনি জানান, দক্ষিণ 24 পরগনা জেলাতেও করোনা মোকাবিলায় বামেদের যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল । সেই রেড ভলোন্টিয়ারদের থেকেই এবারের ভোটে পঞ্চায়েত সমিতির প্রার্থী তিনি । প্রতিদিন দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে শীর্ষার । করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে ছিলেন তাঁরা, ঠিক সেভাবেই পাশে থাকার বার্তাও দিতে দেখা গেল এই বাম প্রার্থীকে । ব্যালট দিয়ে কীভাবে ভোট দিতে হবে, এ দিন দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের নমুনা দেখালেন তিনি ৷ পাশপাশি সেগুলি দেখিয়ে তাঁকে ভোট দিতে আবেদন করলেন শীর্ষা মজুমদার ।

আরও পড়ুন: পঞ্চায়েতে সিপিএম-এর প্রতীকে লড়ছে পাঁচশোর বেশি এসএফআই সদস্য

অন্যদিকে এই প্রথমবার রাজনীতির ময়দানে ঋতুপর্ণা বিশ্বাস । এক দিকে রাজ্য সরকারের উন্নয়ন-সহ বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ভোট প্রচার করছেন তিনি । পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা-সহ সমস্ত সুবিধাজনক প্রকল্পের কথা তুলে ধরছেন ঋতুপর্ণা । একদিকে রেড ভলেন্টিয়ার অন্যদিকে হেভিওয়েড প্রার্থী ৷ জমে উঠেছে ভোটের লড়াই ৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে নারাজ ৷ দুই প্রার্থীই জেতার ব্যাপারে আশাবাদী ৷

বাম প্রার্থী 25 বছরের শীর্ষা মজুমদার

দক্ষিণ বারাসাত(দক্ষিণ 24 পরগনা), 3 জুলাই: এবার রেড ভলেন্টিয়ার থেকে একবারে ভোটের ময়দানে স্নাতকোত্তর পরীক্ষার্থী শীর্ষা মজুমদার ৷ জয়নগর-1 পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে বামেদের প্রার্থী হয়েছেন তিনি ৷ দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার সারছেন শীর্ষা ৷

এবারে পঞ্চায়েত ভোটেও তরুণ তুর্কির উপর ভরসা রাখছে সিপিআইএম ৷ তাই তো জয়নগর-1 পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে শীর্ষাকে । ভোটে তাঁর বিপক্ষে লড়ছেন হেভিওয়েট প্রার্থী তৃণমূল ব্লক সভাপতির স্ত্রী ঋতুপর্ণা বিশ্বাস । তবে তাতে অবশ্য আমল দিচ্ছেন না বছর 25 -এর এই তরুণ বাম প্রার্থী ৷ শীর্ষা মাস্টার্স অব ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন ৷ বর্তমানে পরীক্ষা দিয়ে তিনি রেজাল্টের অপেক্ষায় রয়েছেন ৷ তারই মধ্যে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন তিনি ৷ মেয়ের প্রচারে সর্বক্ষণের সঙ্গী বাবা দেবব্রত মজুমদার ৷ শীর্ষা বলেন, "ছাত্র সংগঠনের বহুদিন ধরে যুক্ত রয়েছি । করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে বাম যুবকর্মীরা । তার মধ্যে আমিও ছিলাম ।"

তিনি জানান, দক্ষিণ 24 পরগনা জেলাতেও করোনা মোকাবিলায় বামেদের যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল । সেই রেড ভলোন্টিয়ারদের থেকেই এবারের ভোটে পঞ্চায়েত সমিতির প্রার্থী তিনি । প্রতিদিন দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে শীর্ষার । করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে ছিলেন তাঁরা, ঠিক সেভাবেই পাশে থাকার বার্তাও দিতে দেখা গেল এই বাম প্রার্থীকে । ব্যালট দিয়ে কীভাবে ভোট দিতে হবে, এ দিন দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের নমুনা দেখালেন তিনি ৷ পাশপাশি সেগুলি দেখিয়ে তাঁকে ভোট দিতে আবেদন করলেন শীর্ষা মজুমদার ।

আরও পড়ুন: পঞ্চায়েতে সিপিএম-এর প্রতীকে লড়ছে পাঁচশোর বেশি এসএফআই সদস্য

অন্যদিকে এই প্রথমবার রাজনীতির ময়দানে ঋতুপর্ণা বিশ্বাস । এক দিকে রাজ্য সরকারের উন্নয়ন-সহ বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ভোট প্রচার করছেন তিনি । পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা-সহ সমস্ত সুবিধাজনক প্রকল্পের কথা তুলে ধরছেন ঋতুপর্ণা । একদিকে রেড ভলেন্টিয়ার অন্যদিকে হেভিওয়েড প্রার্থী ৷ জমে উঠেছে ভোটের লড়াই ৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে নারাজ ৷ দুই প্রার্থীই জেতার ব্যাপারে আশাবাদী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.