ETV Bharat / state

Police Injured: কুখ্যাত দুষ্কৃতী ধরতে গিয়ে আহত 2 পুলিশকর্মী - Police Injured

পুলিশি অভিযানে দুষ্কৃতীর পিছনে ছুটে তার আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হলেন সাব ইন্সপেক্টর ও গ্রামীণ পুলিশ(Police Injured)৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনা ৷

Etv Bharat
কুখ্যাত দুষ্কৃতী ধরতে গিয়ে গুরুতর আহত 2 পুলিশ কর্মী
author img

By

Published : Nov 28, 2022, 5:25 PM IST

কুলতলি, 28 নভেম্বর: কুখ্যাত দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে আহত হলেন দুই পুলিশকর্মী (2 Police Personnel Seriously Injured While Nabbing Miscreant)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷ আহত দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে ধরা পড়েছে সেই দুষ্কৃতী । ধৃতের নাম শাহজাহান মোল্লা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি । পুলিশ সূত্রে খবর, কুলতলি থানার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে দোকানদারকে হুমকি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছিল শাহজাহান । পুলিশের কাছে এই নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল । রবিবার রাতে খোঁজ শুরু করতেই শাহজাহানের সন্ধান পায় পুলিশ । তখনই কুলতলি থানার পুলিশের একটি দল রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহানকে আটক করার সময় প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে ।

এই নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে । দুই পক্ষের সংঘর্ষে আহত হন কুলতলি থানার দুই পুলিশ কর্মী । যদিও তারপর শাহজাহানকে ধরে ফেলে পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এসআই দীপঙ্কর দাস-সহ আরও এক পুলিশ কর্মী গুরুতর আহত হন । প্রথমে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় জামতলা গ্রামীণ হাসপাতালে । এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু'জনকেই জয়নগরের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গিয়েছে, শাহজাহান মোল্লা ওই এলাকায় কুখ্যাত এক দুষ্কৃতী । দীর্ঘদিন ধরেই সে কুলতলি থানার বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল । আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রবিবারও সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ভরা বাজারে । সূত্র মারফত সেই খবর পেয়ে দুষ্কৃতীকে হাতে নাতে ধরতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায় যায় কুলতলি থানার পুলিশ । শাহজাহানকে ধরতে গেলে দীপঙ্কর দাস নামে একজন সাব ইন্সপেক্টর ও দুধ আলি মোল্লা নামের অপর একজন ভিলেজ পুলিশ আক্রান্ত হন । বাকি পুলিশকর্মীরা শাহজাহানকে ধরে ফেলেন । ধৃত কার থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । তার সঙ্গে এই কাজে আরও কেউ যুক্তি কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ব্যবসায়ীকে অপহরণ, 33 লাখ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন

কুলতলি, 28 নভেম্বর: কুখ্যাত দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে আহত হলেন দুই পুলিশকর্মী (2 Police Personnel Seriously Injured While Nabbing Miscreant)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷ আহত দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে ধরা পড়েছে সেই দুষ্কৃতী । ধৃতের নাম শাহজাহান মোল্লা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি । পুলিশ সূত্রে খবর, কুলতলি থানার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে দোকানদারকে হুমকি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছিল শাহজাহান । পুলিশের কাছে এই নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল । রবিবার রাতে খোঁজ শুরু করতেই শাহজাহানের সন্ধান পায় পুলিশ । তখনই কুলতলি থানার পুলিশের একটি দল রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহানকে আটক করার সময় প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে ।

এই নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে । দুই পক্ষের সংঘর্ষে আহত হন কুলতলি থানার দুই পুলিশ কর্মী । যদিও তারপর শাহজাহানকে ধরে ফেলে পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এসআই দীপঙ্কর দাস-সহ আরও এক পুলিশ কর্মী গুরুতর আহত হন । প্রথমে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় জামতলা গ্রামীণ হাসপাতালে । এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু'জনকেই জয়নগরের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গিয়েছে, শাহজাহান মোল্লা ওই এলাকায় কুখ্যাত এক দুষ্কৃতী । দীর্ঘদিন ধরেই সে কুলতলি থানার বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল । আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রবিবারও সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ভরা বাজারে । সূত্র মারফত সেই খবর পেয়ে দুষ্কৃতীকে হাতে নাতে ধরতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায় যায় কুলতলি থানার পুলিশ । শাহজাহানকে ধরতে গেলে দীপঙ্কর দাস নামে একজন সাব ইন্সপেক্টর ও দুধ আলি মোল্লা নামের অপর একজন ভিলেজ পুলিশ আক্রান্ত হন । বাকি পুলিশকর্মীরা শাহজাহানকে ধরে ফেলেন । ধৃত কার থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । তার সঙ্গে এই কাজে আরও কেউ যুক্তি কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ব্যবসায়ীকে অপহরণ, 33 লাখ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.