ETV Bharat / state

Illegal drugs and and weapons : ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2 - 2 arrests with illegal drugs and weapons

ডায়মন্ড হারবার শহরের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ । সেখান থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয় । উদ্ধার করা হয় গাঁজা সহ প্রচুর মাদক । তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ।

ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2
ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2
author img

By

Published : Aug 12, 2021, 10:17 AM IST

ডায়মন্ড হারবার, 12 অগস্ট : ডায়মন্ড হারবারে দিনের পর দিন বেড়েই চলেছে বেআইনি মাদক কারবার। এর ফলে শহরবাসী একাধিকবার অভিযোগও করেছে ডায়মন্ডহারবার থানাতে । এবার বেআইনি মাদক কারবারীদের ধরতে তৎপর হল ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ প্রশাসন । পুলিশ অভিযান চালিয়ে প্রচুর মাদক দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করেছে ।

ধৃতের নাম বেলা ঘোষ ও হাসমত আলি সেখ । বেলা ঘোষ ডায়মন্ড হারবারের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকার বাসিন্দা । হাসমত আলি মগরাহাটের মাহিতলার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে প্রচুর মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ । ডায়মন্ড হারবার শহরের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় এসডিপিও মিঠুন দে ও আইসি গৌতম মিত্র। উদ্ধার হয় গাঁজা-সহ প্রচুর মাদক। সেখান থেকেই গ্রেফতার করা হয় বেলা ঘোষকে

মাদক দ্রব্য পাচার চক্রের মূল মাথা এক মহিলা সহ তার সঙ্গীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ

আরও পড়ুন : Sonarpur Robbery : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 দুষ্কৃতী

বেলাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই গ্রেফতার করা হয় হাসমত আলি সেখকে। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন বৃহস্পতিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে।

ডায়মন্ড হারবার, 12 অগস্ট : ডায়মন্ড হারবারে দিনের পর দিন বেড়েই চলেছে বেআইনি মাদক কারবার। এর ফলে শহরবাসী একাধিকবার অভিযোগও করেছে ডায়মন্ডহারবার থানাতে । এবার বেআইনি মাদক কারবারীদের ধরতে তৎপর হল ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ প্রশাসন । পুলিশ অভিযান চালিয়ে প্রচুর মাদক দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করেছে ।

ধৃতের নাম বেলা ঘোষ ও হাসমত আলি সেখ । বেলা ঘোষ ডায়মন্ড হারবারের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকার বাসিন্দা । হাসমত আলি মগরাহাটের মাহিতলার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে প্রচুর মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ । ডায়মন্ড হারবার শহরের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় এসডিপিও মিঠুন দে ও আইসি গৌতম মিত্র। উদ্ধার হয় গাঁজা-সহ প্রচুর মাদক। সেখান থেকেই গ্রেফতার করা হয় বেলা ঘোষকে

মাদক দ্রব্য পাচার চক্রের মূল মাথা এক মহিলা সহ তার সঙ্গীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ

আরও পড়ুন : Sonarpur Robbery : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 দুষ্কৃতী

বেলাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই গ্রেফতার করা হয় হাসমত আলি সেখকে। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন বৃহস্পতিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.