ETV Bharat / state

Sonarpur : সোনারপুরের হোমে নাবালকদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার 2 - নাবালকদের ওপর যৌন নির্যাতন

হোমের 10 জন নাবালককে জিজ্ঞাসাবাদ করার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ।

s
s
author img

By

Published : Aug 29, 2021, 1:55 PM IST

সোনারপুর, 29 অগস্ট: নাবালকদের আবাসিক হোমে যৌন নির্যাতনের অভিযোগ ৷ সোনারপুর থানা এলাকার একটি আবাসিক হোমের ঘটনা ৷ নির্যাতিত নাবালকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ৷

নির্যাতিত নাবালকদের পরিবারের অভিযোগ, অর্থের বিনিময়ে ওই নাবালকদের পড়াশোনা ও থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল হোমে ৷ অত্যাচার চলছিল বেশ কিছুদিন ধরেই ৷ তাঁরা জানতেন না ৷ সম্প্রতি এক নাবালক চিঠি দিয়ে পরিবারকে যৌন নির্যাতনের কথা জানায় ৷ এরপর ওই নাবালকের মা পুলিশের দ্বারস্থ হন।

আরও পড়ুন: পড়ানোর নাম করে 12 ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত ইমাম পলাতক

সেই অভিযোগের ভিত্তিতে নাবালকদের আবাসিক হোমে গিয়ে 10 জন নাবালককে জিজ্ঞাসাবাদ করে সোনারপুর থানার পুলিশ । এরপরই হোমের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম তারক মণ্ডল ও সুশোভন চক্রবর্তী।

সোনারপুর, 29 অগস্ট: নাবালকদের আবাসিক হোমে যৌন নির্যাতনের অভিযোগ ৷ সোনারপুর থানা এলাকার একটি আবাসিক হোমের ঘটনা ৷ নির্যাতিত নাবালকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ৷

নির্যাতিত নাবালকদের পরিবারের অভিযোগ, অর্থের বিনিময়ে ওই নাবালকদের পড়াশোনা ও থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল হোমে ৷ অত্যাচার চলছিল বেশ কিছুদিন ধরেই ৷ তাঁরা জানতেন না ৷ সম্প্রতি এক নাবালক চিঠি দিয়ে পরিবারকে যৌন নির্যাতনের কথা জানায় ৷ এরপর ওই নাবালকের মা পুলিশের দ্বারস্থ হন।

আরও পড়ুন: পড়ানোর নাম করে 12 ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত ইমাম পলাতক

সেই অভিযোগের ভিত্তিতে নাবালকদের আবাসিক হোমে গিয়ে 10 জন নাবালককে জিজ্ঞাসাবাদ করে সোনারপুর থানার পুলিশ । এরপরই হোমের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম তারক মণ্ডল ও সুশোভন চক্রবর্তী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.