ETV Bharat / state

Odisha Train Accident: জানালা ভেঙে ট্রেনের ছাদে উঠে প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা

ওড়িশার ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন সুন্দরবনের আদিবাসী পরিবারের আটজন ৷ প্রাণ বাঁচাতে ট্রেনের ছাদে উঠে পড়েছিলেন তাঁরা ৷ তাদের সঙ্গে থাকা আরও চারজনের অবস্থা আশংকাজনক ৷ আহতরা বালাসোরে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Odisha Train Accident
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত
author img

By

Published : Jun 3, 2023, 1:35 PM IST

Updated : Jun 3, 2023, 3:40 PM IST

প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা

সুন্দরবন, 3 জুন: কাঁচের জানালা ভেঙে ট্রেনের ছাদে উঠে বালাসোর ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা ৷ তাঁরা সকলে ছিলেন অপরদিক থেকে আসা হাওড়াগামী (বেঙ্গালুরু থেকে ফেরা) যশবন্তপুর এক্সপ্রেসে ৷ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে লাইনচ্যুত হলে পাশের লাইনে তার কয়েকটি কামরা ছিটকে যায় ৷ উলটোদিক থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয় যশবন্তপুর এক্সপ্রেসের কয়েকটি কামরা ৷ সেই ট্রেনেই ছিলেন তামিলনাড়ু থেকে ওঠা ওই 12 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ চোখের সামনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহতরা । বহু যাত্রী আশংকাজনক অবস্থায় বাঁচার জন্য চিৎকার করছে । সেই দৃশ্য এখনও ভুলতে পারছেন না ভাগ্যের জোরে বেঁচে ফেরা ওইসব যাত্রীরা ৷

শুক্রবার ওড়িশার বালাসোরে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে দু'টি এক্সপ্রেস ট্রেন । ওই ঘটনায় রাত পেরিয়ে সকাল হলেও এখনও উদ্ধারকাজ চলছে ৷ মৃতের সংখ্যা বেড়ে আড়াইশো ছুঁই ছুঁই ৷ আহতের 900 জনেরও বেশি ৷ আশংকাজনক বহু যাত্রী । দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনেই ছিলেন সুন্দরবনের পাঠানখালি বিপ্রদাসপুর ও শম্ভু নগরের আদিবাসী পরিবারের 12 জন সদস্য ৷ কোনওরকমে প্রাণ বেঁচে বাড়ি ফিরেছেন তাঁরা । এদের মধ্যে গুরুতর আহত হননি কেউই ৷ অল্প বিস্তর আঘাত পেয়ে সশরীরে বাড়ি ফিরে নিজেদের ভাগ্যবান মনে করছেন আদিবাসী পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন: করমণ্ডলে এক্সপ্রেসে ছিলেন 4 সদস্য, আশঙ্কায় গোসাবার পরিবার

ক্যানিং স্টেশনে নেমে ওই ভয়ানক দুর্ঘটনার অভিজ্ঞতা জানালেন সুন্দরবনের পাঠানখালির বাসিন্দারা । মধুসূদন সরদার জানান, পেটের টানে সুন্দরবনের পাঠানখালির আদিবাসী পরিবারের মোট 12 জনের একটি দল তামিলনাড়ুতে ধান কাটার কাজে গিয়েছিলেন । হাওড়া আসছিলেন তাঁরা । সেই সময় ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পরে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ট্রেনের ছাদে উঠে প্রাণে বাঁচেন তাঁরা 12 জন । এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক ৷ তাঁরা চারজনই বালাসোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

আলপনা সরদার বলেন, "এলাকা থেকে মোট 12 জনের একটি দল তামিলনাড়ুতে ধান কাটার কাজে গিয়েছিলাম । শুক্রবার সেখান থেকে হাওড়ার পথে রওনা দিই আমরা । সেই সময় বালাসোরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এরপর ট্রেনটি তিনবার পালটি খায় । আমরা আতঙ্কিত হয়ে পড়ি । আমরা কোনওমতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ট্রেনের উপরে উঠে যাই । আমাদের দলে থাকা চারজন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁরা বর্তমানে চিকিৎসাধীন ।"

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

সূত্রের খবর, এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী এলাকার ছ'জন বাসিন্দার মৃত্যু হয়েছে । এছাড়াও সেখানে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকার মানুষজন আটকে পড়ে রয়েছে । কুলপি টেপাখালির সাহা পরিবারের 6 জন এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন । ট্রেনে থাকা বাকি পরিবারের সকলে অল্প বিস্তর আঘাত পেয়েছেন ।

প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা

সুন্দরবন, 3 জুন: কাঁচের জানালা ভেঙে ট্রেনের ছাদে উঠে বালাসোর ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা ৷ তাঁরা সকলে ছিলেন অপরদিক থেকে আসা হাওড়াগামী (বেঙ্গালুরু থেকে ফেরা) যশবন্তপুর এক্সপ্রেসে ৷ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে লাইনচ্যুত হলে পাশের লাইনে তার কয়েকটি কামরা ছিটকে যায় ৷ উলটোদিক থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয় যশবন্তপুর এক্সপ্রেসের কয়েকটি কামরা ৷ সেই ট্রেনেই ছিলেন তামিলনাড়ু থেকে ওঠা ওই 12 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ চোখের সামনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহতরা । বহু যাত্রী আশংকাজনক অবস্থায় বাঁচার জন্য চিৎকার করছে । সেই দৃশ্য এখনও ভুলতে পারছেন না ভাগ্যের জোরে বেঁচে ফেরা ওইসব যাত্রীরা ৷

শুক্রবার ওড়িশার বালাসোরে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে দু'টি এক্সপ্রেস ট্রেন । ওই ঘটনায় রাত পেরিয়ে সকাল হলেও এখনও উদ্ধারকাজ চলছে ৷ মৃতের সংখ্যা বেড়ে আড়াইশো ছুঁই ছুঁই ৷ আহতের 900 জনেরও বেশি ৷ আশংকাজনক বহু যাত্রী । দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনেই ছিলেন সুন্দরবনের পাঠানখালি বিপ্রদাসপুর ও শম্ভু নগরের আদিবাসী পরিবারের 12 জন সদস্য ৷ কোনওরকমে প্রাণ বেঁচে বাড়ি ফিরেছেন তাঁরা । এদের মধ্যে গুরুতর আহত হননি কেউই ৷ অল্প বিস্তর আঘাত পেয়ে সশরীরে বাড়ি ফিরে নিজেদের ভাগ্যবান মনে করছেন আদিবাসী পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন: করমণ্ডলে এক্সপ্রেসে ছিলেন 4 সদস্য, আশঙ্কায় গোসাবার পরিবার

ক্যানিং স্টেশনে নেমে ওই ভয়ানক দুর্ঘটনার অভিজ্ঞতা জানালেন সুন্দরবনের পাঠানখালির বাসিন্দারা । মধুসূদন সরদার জানান, পেটের টানে সুন্দরবনের পাঠানখালির আদিবাসী পরিবারের মোট 12 জনের একটি দল তামিলনাড়ুতে ধান কাটার কাজে গিয়েছিলেন । হাওড়া আসছিলেন তাঁরা । সেই সময় ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পরে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ট্রেনের ছাদে উঠে প্রাণে বাঁচেন তাঁরা 12 জন । এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক ৷ তাঁরা চারজনই বালাসোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

আলপনা সরদার বলেন, "এলাকা থেকে মোট 12 জনের একটি দল তামিলনাড়ুতে ধান কাটার কাজে গিয়েছিলাম । শুক্রবার সেখান থেকে হাওড়ার পথে রওনা দিই আমরা । সেই সময় বালাসোরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এরপর ট্রেনটি তিনবার পালটি খায় । আমরা আতঙ্কিত হয়ে পড়ি । আমরা কোনওমতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ট্রেনের উপরে উঠে যাই । আমাদের দলে থাকা চারজন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁরা বর্তমানে চিকিৎসাধীন ।"

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

সূত্রের খবর, এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী এলাকার ছ'জন বাসিন্দার মৃত্যু হয়েছে । এছাড়াও সেখানে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকার মানুষজন আটকে পড়ে রয়েছে । কুলপি টেপাখালির সাহা পরিবারের 6 জন এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন । ট্রেনে থাকা বাকি পরিবারের সকলে অল্প বিস্তর আঘাত পেয়েছেন ।

Last Updated : Jun 3, 2023, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.