সাগর, 10 সেপ্টেম্বর: বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ায় কার্যত তছনছ হয়ে গিয়েছিল সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপ। মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত হারিয়েছিলেন বহু স্থানীয় মানুষজন । আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘোড়ামারা দ্বীপ। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপে 100 শতাংশ ভ্যাকসিন দেওয়া হল। এবার গঙ্গাসাগর মেলার আগে ব্লকের সব বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন ।
সেই কাজের অংশ হিসেবেই ঘোড়ামারা দ্বীপের 18 বছর বা তার উর্ধে সব বাসিন্দাকেই করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ঘোড়ামারা দ্বীপের সব বাসিন্দাকেই ভ্যাকসিন দেওয়া গিয়েছে। এই দ্বীপের অনেক মানুষই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও পেয়ে গিয়েছেন। যাঁরা এতদিনে প্রথম ডোজও নিতে পারেনি তাঁদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় বৃহস্পতিবার। তবে দ্বীপের অনেক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কর্মরত। যশের পর অনেকে মানুষ দ্বীপ ছেড়ে অন্যত্র থাকছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে পরে ভ্যাকসিন দেওয়ারও বন্দোবস্ত করা হবে।
আরও পড়ুন: সুন্দরবনে নারীপাচার চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 4
কচুবেড়িয়াঘাট থেকে গতকাল ভেসেলে করে ঘোড়ামারা উদ্দেশ্য রওনা দেন স্বাস্থ্য ও আশাকর্মীরা। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক অংশুমান রায় প্রমুখরা। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা ৷