ETV Bharat / state

রোগী-শূন্য কোচবিহার কোভিড হাসপাতাল - zero corona patient

গতকাল কোচবিহার কোভিড হাসপাতালে দুই সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে ওঠায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে । নতুন করে সংক্রমিত না হওয়ায় এখন রোগী-শূন্য হাসপাতাল ।

coochbehar covid hospital
রোগী শূন্য কোচবিহার কোভিড হাসপাতাল
author img

By

Published : Jan 23, 2021, 6:57 PM IST

কোচবিহার, 23 জানুয়ারি : দুই সংক্রমিত ব্যক্তিকে ছুটি দেওয়ার পর রোগী-শূন্য কোচবিহারের কোভিড হাসপাতাল । এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসনের কর্তারা ।

গতকাল দুই সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে ওঠায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "কোভিড হাসপাতালে আপাতত কেউ ভরতি নেই । শুক্রবার নতুন কোনও পজ়িটিভ কেস আসেনি ।"

আরও পড়ুন : কমল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

সূত্রের খবর, শুরুর দিকে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য গতবছরের এপ্রিলে কোচবিহার মিশন হাসপাতালকে কোভিড হাসপাতাল গড়ে তোলা হয় । তারপর থেকেই সেখানে রোগীদের চিকিৎসা চলছিল । জেলায় এখনও পর্যন্ত 10,153 জন সংক্রমিত হয়েছেন । এর মধ্যে 10,063 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । বাকিরা হোম আইসোলেশনে আছেন । জেলায় এখনও পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে । তবে নতুন করে সংক্রমিত না হওয়ায় রোগী-শূন্য কোভিড হাসপাতাল ।

কোচবিহার, 23 জানুয়ারি : দুই সংক্রমিত ব্যক্তিকে ছুটি দেওয়ার পর রোগী-শূন্য কোচবিহারের কোভিড হাসপাতাল । এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসনের কর্তারা ।

গতকাল দুই সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে ওঠায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "কোভিড হাসপাতালে আপাতত কেউ ভরতি নেই । শুক্রবার নতুন কোনও পজ়িটিভ কেস আসেনি ।"

আরও পড়ুন : কমল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

সূত্রের খবর, শুরুর দিকে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য গতবছরের এপ্রিলে কোচবিহার মিশন হাসপাতালকে কোভিড হাসপাতাল গড়ে তোলা হয় । তারপর থেকেই সেখানে রোগীদের চিকিৎসা চলছিল । জেলায় এখনও পর্যন্ত 10,153 জন সংক্রমিত হয়েছেন । এর মধ্যে 10,063 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । বাকিরা হোম আইসোলেশনে আছেন । জেলায় এখনও পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে । তবে নতুন করে সংক্রমিত না হওয়ায় রোগী-শূন্য কোভিড হাসপাতাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.