ETV Bharat / state

Cooch Behar Murder Attempt: মাথাভাঙ্গায় শীতলকুচির ছায়া ! ছোটবেলার বান্ধবীকে 'খুনের চেষ্টা' যুবকের - মাথাভাঙ্গা

শীতলকুচির স্মৃতি ফিরল মাথাভাঙ্গায় ৷ ছোটবেলার বান্ধবী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁর বাড়িতে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালালেন যুবক ! তারপর কী হল ?

youth tried to kill a young woman in cooch behar after she refused to accept his love proposal
পুলিশের দ্বারস্থ তরুণীর পরিবার
author img

By

Published : Apr 9, 2023, 1:44 PM IST

Updated : Apr 9, 2023, 3:55 PM IST

তরুণীর বাবার অভিযোগ

কোচবিহার, 9 এপ্রিল: শীতলকুচির ছায়া মাথাভাঙ্গায় ! প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আবারও 'প্রেমিকাকে' খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ আক্রান্ত হলেন প্রেমিকার মাও ৷ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ ৷ চলছে তদন্ত ৷

'আক্রান্ত' তরুণী কোচবিহারের মাথাভাঙ্গা-1 ব্লকের পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানাবাড়ি এলাকার বাসিন্দা ৷ তরুণীর বাবার দাবি, ছোটবেলা থেকেই পাড়ার একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর মেয়ের ৷ কিন্তু, পরবর্তীতে এই সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয় ! সম্পর্কের এই অভিমুখ বদলে তরুণী রাজি ছিলেন না ৷ সেই কারণেই দীর্ঘদিনের বন্ধুত্ব ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি ৷ তাতে তাঁর বাল্য়বন্ধু (যাঁকে তরুণীর প্রেমিক বলে দাবি করা হচ্ছে) রেগে যান ! দিনকয়েক আগে তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওই যুবক তাঁর পথ আটকান বলে অভিযোগ ৷ শুধু তাই নয় ৷ তরুণীর মোবাইলটিও কেড়ে নেন তিনি ! এরপর তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা ছেলেটির বাড়িতে যান ৷ তরুণীর মোবাইল ফেরত চান তাঁরা ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ এর ফলে বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার ৷ প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ফেরত পান তরুণী ৷

মেয়েটির বাবার দাবি, এই ঘটনায় আরও ক্ষেপে যান অভিযুক্ত যুবক ৷ শনিবার রাতে ধারাল অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে হামলা চালান তিনি ! প্রথমে বাড়ির বাইরে লোহার গেটটি ভেঙে ফেলেন ! তারপর হাতে দা নিয়ে ভিতরে ঢোকেন ৷ তরুণীর মাকে সামনে পেয়ে তাঁর মুখ চেপে ধরেন অভিযুক্ত ৷ এই ঘটনা দেখে তরুণী ভয় পেয়ে বাড়ি থেকে ছুটে রাস্তায় বেরিয়ে পড়েন ৷ যুবকও তাঁর পিছনে তাড়া করেন এবং মেয়েটিকে ধরে ফেলেন ৷ তারপর রাস্তায় ফেলে তরুণীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন ! তরুণীর চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসায় পালিয়ে যান অভিযুক্ত ৷

এই ঘটনার পর রাতেই মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার ৷ মেয়েটির দাবি, ওই যুবক নিজেকে তাঁর প্রেমিক বলে দাবি করলেও আদতে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ আগে যেটুকু বন্ধুত্ব ছিল, এখন তাও তিনি শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন তরুণী ৷ আর সেই কারণেই ওই যুবক এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখান মানতে না পেরেই খুন ! 'স্বীকারোক্তি' শীতলকুচি কাণ্ডে ধৃত যুবকের

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে কোচবিহারের শীতলকুচিতে ভয়াবহ খুনের ঘটনা ঘটে ৷ তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী ও বড় মেয়েকে কুপিয়ে খুন করেন এক যুবক ! পরে ক্য়ামেরার সামনে খুনের কথা স্বীকারও করেন তিনি ৷ জানান, নিহত দম্পতির ছোট মেয়ের সঙ্গে তাঁর 4 বছরের সম্পর্ক ছিল ৷ কিন্তু, সম্প্রতি ওই তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান ৷ আর সেই রাগেই প্রেমিকাকে খুন করতে তাঁর বাড়িতে হামলা চালান যুবক ৷ তবে, প্রেমিকাকে আঘাত করলেও তাঁর প্রাণ কাড়তে পারেননি তিনি ৷ বদলে মরতে হয় তরুণীর তিনজন কাছের মানুষকে ৷

তরুণীর বাবার অভিযোগ

কোচবিহার, 9 এপ্রিল: শীতলকুচির ছায়া মাথাভাঙ্গায় ! প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আবারও 'প্রেমিকাকে' খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ আক্রান্ত হলেন প্রেমিকার মাও ৷ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ ৷ চলছে তদন্ত ৷

'আক্রান্ত' তরুণী কোচবিহারের মাথাভাঙ্গা-1 ব্লকের পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানাবাড়ি এলাকার বাসিন্দা ৷ তরুণীর বাবার দাবি, ছোটবেলা থেকেই পাড়ার একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর মেয়ের ৷ কিন্তু, পরবর্তীতে এই সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয় ! সম্পর্কের এই অভিমুখ বদলে তরুণী রাজি ছিলেন না ৷ সেই কারণেই দীর্ঘদিনের বন্ধুত্ব ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি ৷ তাতে তাঁর বাল্য়বন্ধু (যাঁকে তরুণীর প্রেমিক বলে দাবি করা হচ্ছে) রেগে যান ! দিনকয়েক আগে তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওই যুবক তাঁর পথ আটকান বলে অভিযোগ ৷ শুধু তাই নয় ৷ তরুণীর মোবাইলটিও কেড়ে নেন তিনি ! এরপর তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা ছেলেটির বাড়িতে যান ৷ তরুণীর মোবাইল ফেরত চান তাঁরা ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ এর ফলে বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার ৷ প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ফেরত পান তরুণী ৷

মেয়েটির বাবার দাবি, এই ঘটনায় আরও ক্ষেপে যান অভিযুক্ত যুবক ৷ শনিবার রাতে ধারাল অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে হামলা চালান তিনি ! প্রথমে বাড়ির বাইরে লোহার গেটটি ভেঙে ফেলেন ! তারপর হাতে দা নিয়ে ভিতরে ঢোকেন ৷ তরুণীর মাকে সামনে পেয়ে তাঁর মুখ চেপে ধরেন অভিযুক্ত ৷ এই ঘটনা দেখে তরুণী ভয় পেয়ে বাড়ি থেকে ছুটে রাস্তায় বেরিয়ে পড়েন ৷ যুবকও তাঁর পিছনে তাড়া করেন এবং মেয়েটিকে ধরে ফেলেন ৷ তারপর রাস্তায় ফেলে তরুণীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন ! তরুণীর চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসায় পালিয়ে যান অভিযুক্ত ৷

এই ঘটনার পর রাতেই মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার ৷ মেয়েটির দাবি, ওই যুবক নিজেকে তাঁর প্রেমিক বলে দাবি করলেও আদতে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ আগে যেটুকু বন্ধুত্ব ছিল, এখন তাও তিনি শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন তরুণী ৷ আর সেই কারণেই ওই যুবক এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখান মানতে না পেরেই খুন ! 'স্বীকারোক্তি' শীতলকুচি কাণ্ডে ধৃত যুবকের

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে কোচবিহারের শীতলকুচিতে ভয়াবহ খুনের ঘটনা ঘটে ৷ তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী ও বড় মেয়েকে কুপিয়ে খুন করেন এক যুবক ! পরে ক্য়ামেরার সামনে খুনের কথা স্বীকারও করেন তিনি ৷ জানান, নিহত দম্পতির ছোট মেয়ের সঙ্গে তাঁর 4 বছরের সম্পর্ক ছিল ৷ কিন্তু, সম্প্রতি ওই তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান ৷ আর সেই রাগেই প্রেমিকাকে খুন করতে তাঁর বাড়িতে হামলা চালান যুবক ৷ তবে, প্রেমিকাকে আঘাত করলেও তাঁর প্রাণ কাড়তে পারেননি তিনি ৷ বদলে মরতে হয় তরুণীর তিনজন কাছের মানুষকে ৷

Last Updated : Apr 9, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.