ETV Bharat / state

Youth Attempts Suicide : দুয়ারে একসঙ্গে চার প্রেমিকা! বিষপান যুবকের - দুয়ারে চার প্রেমিকা

কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি চার যুবতীর ৷ বিয়ে করতে তাঁরা চারজনই একসঙ্গে হাজির হন যুবকের বাড়ি ৷ ঘটনার আকস্মিকতায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের ৷

Man Attempts Suicide
দুয়ারে একসঙ্গে চার প্রেমিকা! বিষপান যুবকের
author img

By

Published : Nov 10, 2021, 6:16 PM IST

কোচবিহার, 10 নভেম্বর : বিয়ে করতে হবে, এই দাবিতে একসঙ্গে চারজন প্রেমিকা ধরনা দিলেন প্রেমিকের বাড়িতে ৷ আর দুয়ারে চার প্রেমিকাকে একসঙ্গে দেখে পরিস্থিতি সামলাতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন যুবক ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে ৷

চার যুবতীরই দাবি, তাঁদের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। তাই বিয়ের দাবি জানিয়ে রবিবার ওই চার যুবতী একসঙ্গে ওই যুবকের বাড়িতে হাজির হন। জানা গিয়েছে, চার প্রেমিকাকে একসঙ্গে বাড়ির সামনে দেখে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ওই যুবক৷ কিন্তু পরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক ৷ গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি।

গোটা বিষয়ে অবশ্য ওই যুবকের পরিবার কোনও মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, হঠাৎই ওইদিন চার যুবতী এসে হাজির হয় ওই যুবকের বাড়িতে ৷ চারজনই দাবি করেন, তাঁদের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ৷ তাঁরা বিয়ে করতে চান ৷ স্বাভাবিক ভাবেই চার প্রেমিকাকে একসঙ্গে দেখে ওই যুবকের চক্ষু চড়কগাছ হওয়ার দশা হয় ৷ প্রথমে সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হয়। এরপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

এ বিষয়ে জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলকুমার বলেন, "ওই যুবক বিষ পান করার পর এক যুবতী এলাকা ছেড়ে চলে যান। একজনকে জোরপাটকিতে এক নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বাকি দু’জনকে বুঝিয়ে ঘোকসাডাঙ্গায় তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।" এই ঘটনায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে এলাকায় ৷

কোচবিহার, 10 নভেম্বর : বিয়ে করতে হবে, এই দাবিতে একসঙ্গে চারজন প্রেমিকা ধরনা দিলেন প্রেমিকের বাড়িতে ৷ আর দুয়ারে চার প্রেমিকাকে একসঙ্গে দেখে পরিস্থিতি সামলাতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন যুবক ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে ৷

চার যুবতীরই দাবি, তাঁদের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। তাই বিয়ের দাবি জানিয়ে রবিবার ওই চার যুবতী একসঙ্গে ওই যুবকের বাড়িতে হাজির হন। জানা গিয়েছে, চার প্রেমিকাকে একসঙ্গে বাড়ির সামনে দেখে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ওই যুবক৷ কিন্তু পরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক ৷ গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি।

গোটা বিষয়ে অবশ্য ওই যুবকের পরিবার কোনও মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, হঠাৎই ওইদিন চার যুবতী এসে হাজির হয় ওই যুবকের বাড়িতে ৷ চারজনই দাবি করেন, তাঁদের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ৷ তাঁরা বিয়ে করতে চান ৷ স্বাভাবিক ভাবেই চার প্রেমিকাকে একসঙ্গে দেখে ওই যুবকের চক্ষু চড়কগাছ হওয়ার দশা হয় ৷ প্রথমে সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হয়। এরপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

এ বিষয়ে জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলকুমার বলেন, "ওই যুবক বিষ পান করার পর এক যুবতী এলাকা ছেড়ে চলে যান। একজনকে জোরপাটকিতে এক নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বাকি দু’জনকে বুঝিয়ে ঘোকসাডাঙ্গায় তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।" এই ঘটনায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.