ETV Bharat / state

Dharna for Love: প্রেমদিবসের আগেই ব্রেক-আপ প্রেমিকার ! আত্মহত্যার হুমকি দিয়ে রাতভর ধরনায় প্রেমিক - কোচবিহারে প্রেমিকের ধরনা

বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহ উদযাপনে যখন মেতেছে প্রেমিক-প্রেমিকারা ৷ ঠিক তখনই প্রেমিকাকে ফিরে পেতে ধরনায় বসতে দেখা গেল এক যুবককে (Man is Sitting on Dharna to get Lover Back)৷ কিন্তু কী এমন হল যে তিনি ধরনা বসলেন ?

ETV Bharat
ধরনায় বসা যুবক
author img

By

Published : Feb 14, 2023, 4:26 PM IST

Updated : Feb 14, 2023, 4:32 PM IST

ধরনায় বসা যুবকের বক্তব্য

কোচবিহার, 14 ফেব্রুয়ারি: প্রেমদিবসের দিন কয়েক আগে ফোন করে হঠাৎ প্রেমিকা জানায় তিনি আর সম্পর্ক রাখতে চাইছেন না ৷ তারপর হঠাৎই বন্ধ করে দেন যোগাযোগ ৷ এমনকী বদলে ফেলেন মোবাইলের সিমকার্ডও । কিন্তু এই ঘটনায় দমতে রাজি নন প্রেমিক ৷ চার বছরের ভালোবাসা কী এতই ঠুনকো ? যে এক ফোনেই তা শেষ করে দেওয়া যাবে ? তাই নিজের ভালোবাসা ফিরে পেতে এবার সোজা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধরনায় বসলেন প্রেমিক । সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চলে ধরনা । তারপর রাতে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷

ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরীবাড়ি এলাকার (Cooch Behar News)৷ চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছিল প্রেম ৷ এর মধ্যে যুবতির বাড়ি যাওয়া আসাও করছেন ওই যুবক ৷ এমনকি যুবতির মা তাঁকে জামাই আদর করে খাইয়েছেনও ৷ এছাড়াও প্রেমিকার সঙ্গে তাঁর দিদির বাড়িও গিয়েছেন যুবক ৷ কিন্তু হঠাৎ কোনও কারণ ছাড়াই দিন কয়েক আগে প্রেমিকা সম্পর্কে ইতি টেনেছেন ।

ধরনায় বসা যুবকের কথায়, "দীর্ঘ চার বছর ধরে প্রেম করি । পড়াশোনার খরচ থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছি প্রেমিকাকে । ওর পরিবারের সবাই বিষয়টি জানে ৷ আমি মাঝেমাঝেই আসতাম ওর বাড়ি ৷ কিন্তু হঠাৎ 15 দিন আগে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ৷ তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে ধরনায় বসেছি । বিয়ে না-করা পর্যন্ত ধরনা চালিয়ে যাব ৷ আর বিয়ে না-দিলে এখানেই আত্মহত্যা করব ৷"

যদিও একাধিকবার যোগাযোগ করা হলেও এই বিষয়ে মুখ খুলতে নারাজ যুবতি ও তাঁর পরিবার । সোমবার রাতে যুবতির পরিবারের তরফে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয় । তারপর রাতেই পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় ।

আরও পড়ুন : এই বসন্তে কোকিল ডাকুক, প্রেমে থাকুক প্রত্যেকে

ধরনায় বসা যুবকের বক্তব্য

কোচবিহার, 14 ফেব্রুয়ারি: প্রেমদিবসের দিন কয়েক আগে ফোন করে হঠাৎ প্রেমিকা জানায় তিনি আর সম্পর্ক রাখতে চাইছেন না ৷ তারপর হঠাৎই বন্ধ করে দেন যোগাযোগ ৷ এমনকী বদলে ফেলেন মোবাইলের সিমকার্ডও । কিন্তু এই ঘটনায় দমতে রাজি নন প্রেমিক ৷ চার বছরের ভালোবাসা কী এতই ঠুনকো ? যে এক ফোনেই তা শেষ করে দেওয়া যাবে ? তাই নিজের ভালোবাসা ফিরে পেতে এবার সোজা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধরনায় বসলেন প্রেমিক । সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চলে ধরনা । তারপর রাতে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷

ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরীবাড়ি এলাকার (Cooch Behar News)৷ চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছিল প্রেম ৷ এর মধ্যে যুবতির বাড়ি যাওয়া আসাও করছেন ওই যুবক ৷ এমনকি যুবতির মা তাঁকে জামাই আদর করে খাইয়েছেনও ৷ এছাড়াও প্রেমিকার সঙ্গে তাঁর দিদির বাড়িও গিয়েছেন যুবক ৷ কিন্তু হঠাৎ কোনও কারণ ছাড়াই দিন কয়েক আগে প্রেমিকা সম্পর্কে ইতি টেনেছেন ।

ধরনায় বসা যুবকের কথায়, "দীর্ঘ চার বছর ধরে প্রেম করি । পড়াশোনার খরচ থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছি প্রেমিকাকে । ওর পরিবারের সবাই বিষয়টি জানে ৷ আমি মাঝেমাঝেই আসতাম ওর বাড়ি ৷ কিন্তু হঠাৎ 15 দিন আগে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ৷ তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে ধরনায় বসেছি । বিয়ে না-করা পর্যন্ত ধরনা চালিয়ে যাব ৷ আর বিয়ে না-দিলে এখানেই আত্মহত্যা করব ৷"

যদিও একাধিকবার যোগাযোগ করা হলেও এই বিষয়ে মুখ খুলতে নারাজ যুবতি ও তাঁর পরিবার । সোমবার রাতে যুবতির পরিবারের তরফে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয় । তারপর রাতেই পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় ।

আরও পড়ুন : এই বসন্তে কোকিল ডাকুক, প্রেমে থাকুক প্রত্যেকে

Last Updated : Feb 14, 2023, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.