কোচবিহার, 22 ফেব্রুয়ারি : লাখ টাকার যন্ত্রাংশ লাগিয়ে তৈরি করা হয়েছিল হিমঘর । বিদ্যুৎ সংযোগের অভাবে যা এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে বলে অভিযোগ দিনহাটার বাসিন্দাদের । প্রায় সাত আট বছর ধরে পড়ে থাকায় যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে । ফলে অবিলম্বে এই হিমঘর চালু করার দাবি জানাচ্ছে তারা ।
সালটা 2010 । কোচবিহারের দিনহাটা কৃষি বাজারে হিমঘর তৈরির উদ্যোগ নেয় তৎকাল বাম সরকার । খরচ হয় প্রায় ছ'কোটি টাকা । পরিকল্পনা ছিল, অতিরিক্ত শাক-সবজি রাখা হবে এখানে । সব কাজ শেষ হলেও বাকি রয়ে গেছিল বিদ্যুৎ সংযোগের কাজ । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা থেকে এই হিমঘরের শিলান্যাস করেন তখন । সেখানেই শেষ । আজ-কাল করে 10 বছর পেরিয়েও বিদ্যুৎ আসেনি সেই হিমঘরে । ফলে পরিত্যক্ত থাকায় ভূতের আতঙ্ক ছড়াচ্ছে । সঙ্গে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রপাতিও । বাজারের অতিরিক্ত সবজিও নষ্ট হচ্ছে । অভিযোগ জানাচ্ছে এলাকার লোকজন ।
যদিও গোটা বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমাশাসক শেখ আনসার আহমেদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।