কোচবিহার,28 ফেব্রুয়ারি : কোচবিহারের ঘোকসাডাঙা এলাকায় এক যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ বৃহস্পতিবার রাতে ওই যুবতি ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
ঘোকসাডাঙা থানার উনিশবিশা গ্রামের ওই যুবতির স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন তিনি । অভিযোগ, তাঁর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি তুলে রেখেছিল আশরাফুল আলম নামে(27) এক যুবক । এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । পরে একরামুল মিঞা ও জনাব আলি নামে আশরাফুলের দুই বন্ধুও তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ।
ঘটনা জানাজানি হতেই বিষয়টি মিটিয়ে ফেলতে সালিশিসভা ডাকা হয় । টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ । কিন্তু তাতে রাজি না হয়ে গতকাল ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতির স্বামী ।
বর্তমানে যুবতিকে শারীরিক পরীক্ষার জন্য কোচবিহার মেডিকেলে পাঠানো হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ।