ETV Bharat / state

পণ না পেয়ে যুবতিকে খুনের অভিযোগ, শওহর পলাতক - পণের দাবীতে খুন যুবতি, পলাতক শওহর

গতকাল ওই যুবতিকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে । এরপর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার ৷

young-woman-murdered-on-demand-of-dowry-in-coochbehar
পণের দাবীতে খুন যুবতি, পলাতক শওহর
author img

By

Published : Oct 26, 2020, 4:04 PM IST

কোচবিহার, 26 অক্টোবর : পণ না পেয়ে যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ কোচবিহারের শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের গিতালদহ মরিচা এলাকার ঘটনা ৷ মৃতের নাম রুনা খাতুন (23) ৷ অভিযুক্ত শওহর মনির মিঞা ৷

গতকাল ওই যুবতিকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে তাঁর শওহরের বিরুদ্ধে । এরপর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷ মনির মিঞা ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার অব্বা এনুজ মিঞা ।

পণের দাবিতে খুন যুবতি, পলাতক শওহর

মাত্র সাত মাস আগে তাদের নিকাহ হয়েছে ৷ অভিযোগ, বিয়ের পর পণের দাবিতে ওই যুবতির উপর শওহর ও শ্বশুর চাপ দিতে থাকে ৷ আব্বার বাড়ি থেকে টাকা আনতে না পারায় প্রায় দিনই তাঁর উপর শারীরিক অত্যাচার করা হত ৷ মেরে ফেলার চেষ্টাও করা হয় । গতকাল ওই যুবতির শওহর ফের টাকা নিয়ে আসার দাবি করে ৷ এরপর টাকা না পেয়ে মারধর করে বলে অভিযোগ ৷ শেষে শ্বাসরোধ করে খুন করা হয় ৷

মৃতার আব্বা এনুজ মিঞার অভিযোগ, "চাহিদামত পণ দিতে পারিনি ৷ শেষে মেয়েকে মেরে ফেলল । আমার মেয়ের সাত মাস আগে বিকাহ হয়েছে ৷ কিন্তু বিয়ের সময় চাহিদামতো পণ দিতে পারিনি । তাই আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত । কয়েকদিন আগে দু'টি গোরু বিক্রি করে 12 হাজার টাকা দিই । তবুও তাদের চাহিদা পূরণ হয়নি । শেষে আমার মেয়েকে মেরে ফেলল ওরা । "

শীতলকুচি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে ৷

কোচবিহার, 26 অক্টোবর : পণ না পেয়ে যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ কোচবিহারের শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের গিতালদহ মরিচা এলাকার ঘটনা ৷ মৃতের নাম রুনা খাতুন (23) ৷ অভিযুক্ত শওহর মনির মিঞা ৷

গতকাল ওই যুবতিকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে তাঁর শওহরের বিরুদ্ধে । এরপর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷ মনির মিঞা ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার অব্বা এনুজ মিঞা ।

পণের দাবিতে খুন যুবতি, পলাতক শওহর

মাত্র সাত মাস আগে তাদের নিকাহ হয়েছে ৷ অভিযোগ, বিয়ের পর পণের দাবিতে ওই যুবতির উপর শওহর ও শ্বশুর চাপ দিতে থাকে ৷ আব্বার বাড়ি থেকে টাকা আনতে না পারায় প্রায় দিনই তাঁর উপর শারীরিক অত্যাচার করা হত ৷ মেরে ফেলার চেষ্টাও করা হয় । গতকাল ওই যুবতির শওহর ফের টাকা নিয়ে আসার দাবি করে ৷ এরপর টাকা না পেয়ে মারধর করে বলে অভিযোগ ৷ শেষে শ্বাসরোধ করে খুন করা হয় ৷

মৃতার আব্বা এনুজ মিঞার অভিযোগ, "চাহিদামত পণ দিতে পারিনি ৷ শেষে মেয়েকে মেরে ফেলল । আমার মেয়ের সাত মাস আগে বিকাহ হয়েছে ৷ কিন্তু বিয়ের সময় চাহিদামতো পণ দিতে পারিনি । তাই আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত । কয়েকদিন আগে দু'টি গোরু বিক্রি করে 12 হাজার টাকা দিই । তবুও তাদের চাহিদা পূরণ হয়নি । শেষে আমার মেয়েকে মেরে ফেলল ওরা । "

শীতলকুচি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.