কোচবিহার, 4 অগস্ট: নাবালিকা মেয়েকে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করায় এক মহিলাকে 15 দিনের জেল ও এক হাজার টাকা জরিমানা করল আদালত (Woman Jailed for 15 days for Falsely Alleging Rape) । বৃহস্পতিবার কোচবিহারের মেখলিগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শুভেন্দু সাহা এই রায় দেন । অতি বিরল এই রায়দানে হতবাক মেখলিগঞ্জবাসী ৷
সূত্রের খবর, মেখলিগঞ্জের উঁচুলপুকুরির এক প্রাথমিক বিদ্যালয়ের তিলক রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার মা ৷ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা শুরু হয় । এই ঘটনার পর 712 দিন জেল হয় ওই শিক্ষকের ৷ তারপরেও এই মামলা চলতে থাকে ৷
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক
এরপর আদালতে সাক্ষ্যদানের সময় অভিযোগকারিনী নিজেই স্বীকার করেন যে, তিনি মিথ্যা অভিযোগ করেছিলেন ওই শিক্ষকের বিরুদ্ধে ৷ কারণ স্কুলে তার মেয়েকে পাঠ্যবই দেওয়া হয়নি ৷ সেই ক্ষোভে তিনি এই অভিযোগ দায়ের করেছিল । নাবালিকা ছাত্রীও জানায়, তার মা তাকে সেই সময় মিথ্যে বলতে শিখিয়েছিল । তাই সে বলেছিল ৷
এই মামলার মেখলিগঞ্জের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সুবলচন্দ্র পাল জানান, অভিযোগকারিনীকে 15 দিনের জেল ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত ।